ওয়েবসাইটকে ট্যাবলেট-বান্ধব করলো ইউটিউব

নিজেদের ওয়েবসাইটকে আরও ট্যাবলেট-বান্ধব করেছে ইউটিউব। আইপ্যাড, অ্যান্ড্রয়েড ট্যাবলেট ও ক্রোম ওএস চালিত ডিভাইসের মতো টাচস্ক্রিন ডিভাইসে যাতে সাইটটিকে আরও ভালোভাবে ব্যবহার করা যায়, সে ব্যবস্থা করেছে স্ট্রিমিং সাইটটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2020, 03:04 PM
Updated : 12 April 2020, 03:04 PM

নতুন আপডেটে আরও উন্নত করা হয়েছে ‘স্ক্রলিং’ এবং ব্যবহারবান্ধব করার জন্য আইকনের আকারও বড় করেছে প্রতিষ্ঠানটি। এমনকি ‘থাম্বনেইলের’ নিচে থাকা তিন-ডট মেনুর ব্যবহারও আরও সহজ করা হয়েছে, মেনুটি ব্যবহার করতে আগের মতো আর কার্সর নিয়ে যাওয়ার দরকার হবে না। -- খবর প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের।

যে ডিভাইস থেকেই ইউটিউব ব্যবহার করা হোক না কেন, ব্যবহারকারীরা আরও ভালোভাবে ‘ভিউ হিস্টোরি’ দেখতে পারবেন। চাইলেই ভিডিওকে একদম উপরে বা নিচে নিয়ে গিয়ে প্লেলিস্ট বেছে নিতে পারবেন ব্যবহারকারীরা। সাইটের এ ধরনের পরিবর্তনগুলো মার্চ থেকেই মূল সাইটে যোগ করা হচ্ছে। তবে, সম্প্রতি আর বড় পরিসরে এটি পাওয়া যাচ্ছে।

পরিবর্তনগুলোর ফলে ইউটিউব অ্যাপ ব্যবহারকারীদের কোনো সমস্যা হবে না। উল্টো ব্রাউজারের মাধ্যমে যারা ইউটিউব ব্যবহার করে থাকেন, তাদেরকে আরও ভালোভাবে সেবাটি ব্যবহার করতে সহযোগিতা করবে নতুন আপডেটটি।