যুক্তরাষ্ট্র ও ইউরোপে বিভ্রাটের কবলে স্ন্যাপচ্যাট

বুধবার সকালে যুক্তরাষ্ট্র ও ইউরোপে বিভ্রাটের কবলে পড়েছিল স্ন্যাপচ্যাট। ব্যবহারকারীরা প্রবেশ করতে পারেননি সেবাটিতে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2020, 10:20 AM
Updated : 9 April 2020, 10:20 AM

পরে টুইট বার্তার মাধ্যমে স্ন্যাপচ্যাট সমর্থন টিমও জানায় বিভ্রাটের খবর। প্রথমে অবশ্য বিভ্রাটের খবর জানা গিয়েছিল ডাউনডিটেক্টরের মাধ্যমে। সাইটটির তথ্য অনুসারে, বিশ্বের বেশ কিছু স্থানে ডাউন হয়ে গিয়েছিল স্ন্যাপচ্যাট। বিষয়টি নিয়ে রিপোর্ট করা শুরু করেছিলেন অসংখ্য ব্যবহারকারী। -- খবর প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের।

স্ন্যাপচ্যাট বিভ্রাটের কবল থেকে পুরোপুরি ফিরেছে কিনা তা আর আনুষ্ঠানিকভাবে জানায়নি প্রতিষ্ঠানটি। তবে, রিপোর্টের সংখ্যা কমে আসায় ধীরে ধীরে সমস্যাটির সমাধান হচ্ছে বলে ধরে নিয়েছে এনগ্যাজেট।

করোনাভাইরাস বাস্তবতায় বহু মানুষকে বাসায় থাকতে হচ্ছে, সময় কাটাতে তারা ব্যবহার করছেন সামাজিক মাধ্যম। এরকম একটি সময়ে স্ন্যাপচ্যাট বিভ্রাটের কবলে পড়ায়, অনেকেই অসন্তুষ্টি প্রকাশ করেছেন টুইটারে।