করোনাভাইরাস ঠেকাতে চীনা বিজ্ঞানীর ন্যানোম্যাটেরিয়াল

বিশ্বজুড়ে দ্রুত ছড়াতে থাকা নভেল করোনাভাইরাস মোকাবেলায় ওষুধ নয় নতুন ‘ন্যানোম্যাটিরিয়াল’ বানিয়েছেন চীনের একদল বিজ্ঞানী।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2020, 03:29 PM
Updated : 31 March 2020, 04:27 PM

রোববার গ্লোবাল টাইমসের এক টুইট বার্তায় দাবি করা হয়, “করোনাভাইরাস মোকাবেলায় নতুন এক অস্ত্র বানিয়েছেন চীনা বিজ্ঞানীরা।”

“দলটির দাবি, তারা একটি ন্যানোম্যাটিরিয়াল পেয়েছেন, যা ভাইরাস শোষণ করে নিতে পারে এবং এগুলো অকেজো করে দিতে পারে ৯৬.৫ থেকে ৯৯.৯ শতাংশ কার্যকরভাবে।”

নানা ধরনের উৎপাদন প্রক্রিয়া, স্বাস্থ্যসেবা এবং রঙ করার কাজে, ফিল্টার, ইনসুলেশনের কাজে ন্যানোম্যাটিরিয়াল ব্যবহার করা হয়।

স্বাস্থ্যসেবায় ব্যবহার করা হয় ন্যানোজাইম, যা এনজাইমের মতো বৈশিষ্ট্যের ন্যানোম্যাটিরিয়াল। 

মার্কিন ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথ-এর তথ্যমতে এখনও ন্যানোম্যাটিরিয়ালের নির্দিষ্ট কোনো সংজ্ঞা ঠিক করা হয়নি। তবে, তারা স্বীকার করছেন যে, এগুলো এদের ক্ষুদ্র আকার দিয়ে চিহ্নিত করা হয়, যা ন্যানোমিটারে পরিমাপ করা হয়।

সংস্থাটির পক্ষ থেকে আরও বলা হয়, “প্রতিষেধক বানাতে কাজে লাগানো যেতে পারে ন্যানোটেকনোলজি, যা দেহে নির্দিষ্ট অঙ্গ বা ক্যান্সার কোষের মতো কোষকে লক্ষ্য বানাতে পারে এবং চিকিৎসার কার্যকরিতা বাড়াতে সহায়ক হতে পারে।