এবছরই এলসিডি উৎপাদনের ইতি টানবে স্যামসাং

চলতি বছরের শেষ নাগাদ দক্ষিণ কোরিয়া এবং চীনে সব এলসিডি প্যানেলের উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং ডিসপ্লে, মঙ্গলবার এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানের এক মুখপাত্র।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2020, 02:43 PM
Updated : 31 March 2020, 02:43 PM

গত বছর অক্টোবরেই স্যামসাং ডিসপ্লে জানায়, এলসিডি প্যানেলের চাহিদা কমতে থাকায় এবং সরবরাহ জটিলতার কারণে দক্ষিণ কোরিয়ার দুইটি এলসিডি উৎপাদন সারি বন্ধ করা হয়েছে।

এবারে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “ইতোমধ্যেই যে এলসিডিগুলোর অর্ডার রয়েছে এ বছরের মধ্যে কোনো জটিলতা ছাড়াই সেগুলো গ্রাহককে সরবরাহ করা হবে।”

অক্টোবরে স্যামসাং ডিসপ্লে আরও বলে, উৎপাদন সারি উন্নত করার লক্ষ্যে কারখানা এবং গবেষণায় ১০৭২ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। পাঁচ বছর ধরে এই বিনিয়োগের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার একটি এলসিডি উৎপাদন সারি বদলে বড় পরিসরে ‘কোয়ান্টাম ডট’ পর্দা উৎপাদনের জন্য প্রস্তুত করা হবে।

বর্তমানে দক্ষিণ কোরিয়ার কারখানায় শুধু দুইটি এলসিডি উৎপাদন সারি রয়েছে স্যামসাং ডিসপ্লে'র। আর চীনের দুইটি কারখানার পুরোটাই ব্যবহার করা হয় এলসিডি উৎপাদনে।

চীনের এই কারখানাগুলোতে ভবিষ্যতে কী কাজ করা হবে তা নিয়ে স্যামসাং এখনও সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন ওই মুখপাত্র।