সংবাদমাধ্যমের জন্য ফেইসবুকের বরাদ্দ ১০ কোটি ডলার

করোনাভাইরাস মহামারী চলাকালীন বিশ্বের খবর তুলে ধরতে ব্যস্ত সংবাদমাধ্যমগুলোকে সহায়তার অংশ হিসেবে সোমবার ১০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে ফেইসবুক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2020, 02:23 PM
Updated : 30 March 2020, 02:23 PM

প্রতিষ্ঠানের ‘জার্নালিজম প্রজেক্টের’ মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে অনুদান তহবিল হিসেবে আড়াই কোটি মার্কিন ডলার দেওয়া হবে। আর বাকি সাড়ে সাত কোটি ডলার ব্যয় করা হবে সামাজিক মাধ্যমটির নিজের প্রচারণায়-- খবর প্রযুক্তি সাইট সিনেটের।

ফেইসবুক বলেছে, “মানুষের যদি আরও প্রমাণ দরকার হয় এটা বুঝতে যে, স্থানীয় সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ জনসেবা, তবে সেটা এখন তারা পাচ্ছে।”

করোনাভাইরাসের প্রাদুর্ভাব থামাতে অবরুদ্ধ করে রাখা হয়েছে বিশ্বের অনেক শহর। প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়েছে।

তাৎক্ষণিক আর্থিক প্রভাব ছাড়াও ফেইসবুক উল্লেখ করেছে, করোনাভাইরাস নিয়ে তথ্য জানতে গ্রাহক আগের চেয়ে  সংবাদমাধ্যমগুলোর সঙ্গে বেশি যুক্ত থাকলেও এই মাধ্যমগুলোর বিজ্ঞাপনী আয় কমছে।