অ্যাপল ওয়াচ সিরিজ ৬-এ আসতে পারে টাচ আইডি

নতুন অ্যাপল ওয়াচ সিরিজ ৬-এ টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করতে পারে অ্যাপল। স্মার্টওয়াচের ক্রাউন বাটনে যোগ করা হতে পারে বায়োমেট্রিক এই নিরাপত্তা ফিচার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2020, 07:52 AM
Updated : 30 March 2020, 07:52 AM

বর্তমানে আইফোন আনলক করলেই আনলক হয় অ্যাপল ওয়াচ। কিন্তু শুধু ঘড়ি থেকে আনলক করতে চাইলে চাপতে হয় পাসকোড।

ডিভাইসটিতে ঠিক কীভাবে টাচ আইডি যোগ করা হবে তা এখনও স্পষ্ট নয়। বর্তমান অ্যাপল ওয়াচ মডেলের ডিজিটাল ক্রাউন ইসিজির জন্য ব্যবহার করা হয়।

নতুন ওয়াচ সিরিজ ৬-এ রক্তে অক্সিজেনের মাত্রা শনাক্তকরণ এবং উন্নত ইসিজি ফিচারও আনা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে-- খবর আইএএনএস-এর।

অ্যাপল ওয়াচের প্রথম সংস্করণ থেকেই রক্তে অক্সিজেনের মাত্রা শনাক্তকরণের প্রযুক্তি রয়েছে, কিন্তু এটি কখনও ব্যবহার করা হয়নি। এবারে নতুন অ্যাপল ওয়াচে এই প্রযুক্তি ব্যবহারের ক্ষমতা থাকতে পারে।

অ্যাপল ওয়াচের ইসিজি ফিচারের একটি সীমাবদ্ধতা সরানোও হতে পারে নতুন সংস্করণে।

অ্যাপল ওয়াচ সিরিজ ৪ এবং ৫ এখন মিনিটে ১০০ এবং ১২০ হৃদস্পন্দনে ইসিজি রিডিং নিতে পারে। ইসিজি অ্যাপের আপডেটেড সংস্করণে এই সীমাবদ্ধতা সরিয়ে নেওয়া হবে বলে জানানো হয়েছে।