প্লেস্টেশন ৫-এর স্পেসিফিকেশন জানালো সনি

নতুন প্রজন্মের গেইমিং কনসোল প্লেস্টেশন ৫-এর স্পেসিফিকেশন এবং হার্ডওয়্যার তথ্য জানিয়েছে সনি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2020, 06:42 AM
Updated : 20 March 2020, 06:42 AM

নতুন এই কনসোলটিতে থাকবে আট কোরের কাস্টম এএমডি জেন ২ সিপিইউ, যার ক্লকস্পিড বলা হয়েছে ৩.৫ গিগাহার্টজ। এ ছাড়াও এতে থাকবে এএমডি’র আরডিএনএ ২ আর্কিটেকচারভিত্তিক জিপিইউ-- খবর আইএএনএস-এর।

জিপিইউয়ের বাড়তি ক্ষমতার কারণে হাই রেজুলিউশানে গেইম খেলতে পারবেন গ্রাহক। পাশাপাশি পাওয়া যাবে নতুন রে ট্রেসিং ফিচারের সুবিধা পাওয়া যাবে এতে। বাস্তব জীবনে আলো কীভাবে নড়াচড়া করে এবং বিভিন্ন তলে কীভাবে আলো পড়ে, তা সিমুলেট করতে পারে এই ফিচারটি।

পাশাপাশি নতুন এই কনসোলটিতে থাকবে ১৬ গিগাবাইট জিডিডিআর৬ র‍্যাম এবং কাস্টম ৮২৫ গিগাবাইট এসএসডি।

এক গিগাবাইট ডেটা লোড করতে যেখানে প্লেস্টেশন ৪ সময় নেয় প্রায় ২০ সেকেন্ড, সেখানে প্লেস্টেশন ৫-এর এসএসডির কারণে পাঁচ গিগাবাইট ডেটা লোড হবে মাত্র এক সেকেন্ডে, এমনটাই ঘোষণা দিয়েছেন প্লেস্টেশন হার্ডওয়্যার প্রধান মার্ক কার্নি।

ডিভাইসটিতে থাকছে ৪কে ব্লু-রে ড্রাইভ। ডিস্ক সমর্থনও রাখা হচ্ছে এতে। তবে গেইমগুলো এখনও ইন্টার্নাল এসএসডিতে ইনস্টল করতে হবে বলে জানানো হয়েছে।

৩ডি অডিওর মাধ্যমে গ্রাহককে আরও ভালো অভিজ্ঞতা দেবে প্লেস্টেশন ৫।

ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ উন্মোচন করা হবে কনসোলটি। এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি সনি।