চীনের বাইরে সব বিক্রয় কেন্দ্র বন্ধ করছে অ্যাপল

চীনের বাইরে অন্যান্য দেশের সব বিক্রয় কেন্দ্র বন্ধ করার ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। নভেল করোনাভাইরাসের ঝুঁকি কমাতে এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু বিক্রয় কেন্দ্র বন্ধ করেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2020, 08:46 AM
Updated : 16 March 2020, 02:31 PM

করোনাভাইরাস ঠেকাতে সারা বিশ্বেই নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। এর আগে বেশিরভাগ প্রতিষ্ঠানই তাদের বিক্রয় কেন্দ্র খোলা রেখেছে। এবারে সব বিক্রয় কেন্দ্র বন্ধের ঘোষণা দিয়েছে অ্যাপল-- খবর বার্তাসংস্থা রয়টার্সের।

শুক্রবার অ্যাপলের ওয়েবসাইটে প্রতিষ্ঠান প্রধান টিম কুকের লেখা এক চিঠিতে বলা হয়েছে, “২৭ মার্চ পর্যন্ত চীনের বাইরে আমরা আমাদের সব বিক্রয় কেন্দ্র বন্ধ রাখবো।”

শুধু অ্যাপল নয়, বিক্রয় কেন্দ্র বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ভেরাইজন, টি-মোবাইলসহ বেশ কিছু প্রতিষ্ঠান।

এর আগে করোনাভাইরাসের কারণে চীনের বিক্রয় কেন্দ্রগুলো বন্ধ রেখেছিলো অ্যাপল। পরে দেশটিতে সব বিক্রয় কেন্দ্র ধাপে ধাপে চালু করেছে প্রতিষ্ঠানটি।

বিক্রয় কেন্দ্র বন্ধ করা হলেও, অ্যাপলের ঘণ্টাভিত্তিক কর্মীরা স্বাভাবিক মজুরী পাবেন বলেও জানিয়েছেন কুক। অনলাইনেও স্বাভাবিকভাবেই পণ্য বিক্রি করা হবে।

কুক বলেন, “চীনের বাইরে বিশ্বজুড়ে আমাদের সব কার্যালয়ে আমরা কার্যক্রম সহায়ক করছি। সম্ভব হলে দলের কর্মীরা কার্যালয়ের বাইরে থেকে কাজ করতে পারবেন।”

রোববার বিকালে জেনিভায় সংবাদ সম্মেলন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়, নভেল করোনাভাইরাসে ১৪১ দেশে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫২ হাজার মানুষ, প্রাণ গেছে ৫ হাজার ৭২০ জনের।