এবার রক্তে অক্সিজেনের মাত্রা জানাবে অ্যাপল ওয়াচ!

ভবিষ্যতে রক্তে অক্সিজেনের মাত্রা জানাতে পারবে অ্যাপল ওয়াচ। অন্তত তেমন কথাই বলছে ৯টু৫ ম্যাকের সাম্প্রতিক এক প্রতিবেদন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2020, 08:19 AM
Updated : 9 March 2020, 08:19 AM

৯টু৫ ম্যাকের ওই প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল ওয়াচ থেকেই রক্তের অক্সিজেন মাত্রা সম্পর্কে জানা সম্ভব হবে এমন প্রযুক্তি তৈরিতে কাজ করছে অ্যাপল। ওই প্রযুক্তিতে রক্তে অক্সিজেন মাত্রা কমে যাওয়ামাত্রই নোটিফিকেশন পাবেন ব্যবহারকারীরা।

তবে, প্রযুক্তিটি নিজ নিজ অ্যাপল ওয়াচে পেতে ব্যবহারকারীদের হার্ডওয়্যার আপডেট করাতে হবে নাকি সফটওয়্যার, তা এখনও পরিষ্কার নয়। ৯টু৫ ম্যাক বলছে, আরও উন্নত ইসিজি ফাংশন নিয়ে আসতেও কাজ করছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। উন্নত ইসিজি ফাংশনের বদৌলতে ফলাফল পাওয়া সম্ভব হবে ১০০ থেকে ১২০ বিট প্রতি মিনিটে।

ফিচারগুলো পরবর্তী প্রজন্মের অ্যাপল ওয়াচে দেখা যাবে কিনা, সে বিষয়টিও এখনও নিশ্চিত নয়।

উল্লেখ্য, রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে হৃদযন্ত্র ও ফুসফুসের ক্রিয়া বন্ধ হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

সাম্প্রতিক খবরগুলো সত্যি হলেও হতে পারে, কারণ অ্যাপল ওয়াচকে স্মার্টওয়াচের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা টুলে পরিণত করতে বেশ অনেকদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে অ্যাপল।