ভারতের বাজারে আসছে গ্যালাক্সি এম২১

ভারতের বাজারে নিজেদের নতুন গ্যালাক্সি এম স্মার্টফোন আনতে যাচ্ছে স্যামসাং। মার্চের ১৬ তারিখ দেখানো হবে গ্যালাক্সি এম২১ ফোনটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2020, 02:33 PM
Updated : 7 March 2020, 02:33 PM

এম২১ ফেনটিতে দেখা মিলবে তিন রিয়ার ক্যামেরা সিস্টেমের। আর ফোনের মূল ক্যামেরার সেন্সরটি হবে ৪৮ মেগাপিক্সেলের। মূলত ফোনের ক্যামেরা ফিচারকেই বেশি তুলে ধরা হচ্ছে বলে উল্লেখ করেছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস।

ধারণা করা হচ্ছে, গ্যালাক্সি এম২১ ফোনটিতে দেখা মিলবে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার। এতে পর্দা হিসেবে থাকবে ৬.৪ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। ব্যাটারি হিসেবে দেওয়া হচ্ছে ছয় হাজার মিলিঅ্যাম্প আওয়ার ক্ষমমতাসম্পন্ন ব্যাটারি।

এক্সিনস ৯৬১১ অক্টা কোর প্রসেসরে চলবে এম২১ স্মার্টফোনটি। চার গিগাবাইট র‌্যাম ও ৬৪ গিগাবাইট আভ্যন্তরীন স্টোরেজ এবং ছয় গিগাবাইট র‌্যাম ও ১২৮ গিগাবাইট আভ্যন্তরীন স্টোরেজের দুটি মডেল আসতে পারে বলেও উল্লেখ করা হয়েছে আইএএনএসের প্রতিবেদনে।

মূলত তরুণ ক্রেতাদের কথা মাথায় রেখেই ফোনটিকে ভারতের বাজারে আনা হচ্ছে বলে জানিয়েছে আইএএনএস।