লাইভে ‘মার্স ২০২০’ রোভারের নাম জানাবে নাসা

মঙ্গলগ্রহে আরেকটি পথযাত্রার জন্য প্রস্তুত মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বৃহস্পতিবারই লাইভ অনুষ্ঠানে নতুন রোভারের নাম ঘোষণা করবে সংস্থাটি। চলতি বছরের জুলাই মাস নাগাদ লাল গ্রহটিতে যাত্রা শুরু করবে রোভারটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2020, 10:43 AM
Updated : 5 March 2020, 10:43 AM

কয়েক বছর ধরে নতুন এই রোভারটি ‘মার্স ২০২০’ নামে পরিচিত। এর আনুষ্ঠানিক নাম ঠিক করতে গত বছর একটি প্রতিযোগিতার আয়োজন করে নাসা। এতে রোভারের নাম জানিয়ে একটি রচনা লিখতে বলা হয় প্রতিযোগীদেরকে।

চার হাজারের বেশি বিচারক ২৮ হাজারের বেশি রচনা থেকে ১৫৫টি নাম বাছাই করেন। পরে আরেক ধাপের বিচারে টিকেছে নয়টি নাম। বৃহস্পতিবার এর মধ্য থেকে একটি নাম ঘোষণা করার কথা রয়েছে নাসার-- খবর প্রযুক্তি সাইট সিনেটের।

বাছাইকৃত নয়টি নাম হলো, এনডিওরেন্স, টেনাসিটি, প্রমিজ, পারসিভিয়ারেন্স, ভিশন, ক্ল্যারিটি, ইনজেনুয়িটি, ফর্টিচুড এবং কারেজ।

লাল গ্রহটিতে ইতোমধ্যেই সোজার্নার, স্পিরিট, অপরচুনিটি এবং কিউরিওসিটি নামের রোভার রয়েছে নাসার। এবার এরসঙ্গে কোন নামের রোভারটি যোগ হবে তার ঘোষণা দেবে সংস্থাটি।

নতুন রোভারটিতে যে যন্ত্রাংশগুলো রয়েছে তা দিয়ে গ্রহটিতে অতীতের অণুজীবের খোঁজ করার পাশাপাশি নমুনা সংগ্রহ করা হবে যা ভবিষ্যতে পৃথিবীতে নিয়ে আসা হবে। এ ছাড়াও গ্রহটিতে সম্ভাব্য মানব বসতি স্থাপনের জন্য তথ্য জোগাড় করবে রোভারটি।