ক্রিপ্টোকারেন্সির নিষেধাজ্ঞা তুলে নিল ভারতের আদালত

ক্রিপ্টোকারেন্সি লেনদেনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। ‘রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার’ আরোপিত ওই নিষেধাজ্ঞা বুধবার তুলে নেওয়া হয়।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2020, 11:45 AM
Updated : 4 March 2020, 11:45 AM

নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে এখন লেনদেনের কাজে বিটকয়েনের মতো ভার্চুয়াল কারেন্সি ব্যবহার করা সম্ভব হবে দেশটিতে। ক্রিপ্টোকারেন্সি লেনদেনে নিষেধাজ্ঞার ব্যাপারে আপত্তি জানিয়ে আবেদন করেছিল ‘ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া’ (আইএমএআই)। পরে নিষেধাজ্ঞাটি তুলে নেওয়ার সিদ্ধান্ত জানান আদালত। -- খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র।

আবেদনে আইএমএআই জানিয়েছিল, ক্রিপ্টোকারেন্সি লেনদেনে নিষেধাজ্ঞার বিষয়টি ভার্চুয়াল কারেন্সির মাধ্যমে সংঘটিত বৈধ ব্যবসায় প্রভাব ফেলছে। উল্লেখ্য, আইএমএআই সদস্যরা নিজেদের মধ্যে ক্রিপ্টোকারেন্সি লেনদেন করে থাকে বলে উল্লেখ করা হয়েছে এনডিটিভি প্রকাশিত প্রতিবেদনে।      

আইএমএআই দাবি করেছিল, ক্রিপ্টোকারেন্সি শুধু কারেন্সি নয়, এতে পণ্যের স্বভাবজাত বৈশিষ্ট্য-ও রয়েছে। আরবিআই চাইলেই ক্রিপ্টোকারেন্সি নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট আইনের অনুপস্থিতির সুযোগ নিয়ে এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে পারে না।