ডিজিটাল মুদ্রা পরিকল্পনা বদলাবে ফেইসবুক

খুঁটিনাটি নিয়ে নীতিনির্ধারকদের নানামুখী তোপের মুখে ডিজিটাল মুদ্রা পরিকল্পনা নতুন করে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে ফেইসবুক, মঙ্গলবার এমনটাই জানিয়েছে প্রযুক্তিবাণিজ্য বিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2020, 06:18 AM
Updated : 4 March 2020, 06:18 AM

বিষয়টির সঙ্গে জড়িত এক ব্যক্তির বরাত দিয়ে রয়টার্স তাদের প্রতিবেদনে বলেছে, ডিজিটাল ওয়ালেট সেবা চালু করার সময় ডলার এবং ইউরোসহ অন্যান্য রাষ্ট্রীয় মুদ্রার ডিজিটাল সংস্করণও আনবে ফেইসবুক। পাশাপাশি থাকবে ফেইসবুকের আলোচিত ও প্রশ্নজর্জরিত মুদ্রা লিব্রা।

দ্য ইনফরমেশনের প্রতিবেদনে প্রথমে বলা হয়, নিজস্ব সেবায় লিব্রা আনবে না ফেইসবুক। পরে প্রতিবেদনে সংশোধন এনেছে সংবাদমাধ্যমটি।

ফেইসবুকের এক মুখপাত্র রয়টার্সকে নিশ্চিত করেছেন যে, সরকারি মুদ্রার ডিজিটাল সংস্করণ নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া প্রস্তাবিত লিব্রা মুদ্রা আনার পরিকল্পনা এখনও রয়েছে।

গত বছর জুন মাসে লিব্রা অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে অংশীদারিত্বে লিব্রা মুদ্রা চালুর পরিকল্পনা ঘোষণা করে ফেইসবুক। পরিকল্পনা ঘোষণার পরপরই বিশ্বজুড়ে সমালোচকদের প্রশ্নের মুখে পড়ে প্রকল্পটি।

আরও খবর-