স্টার্টআপে চার বছরে ২০ কোটি ডলার বিনিয়োগ এসেছে: পলক

দেশে বিগত চার বছরে স্টার্টআপগুলোতে ২০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ এসেছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2020, 02:37 PM
Updated : 3 March 2020, 02:37 PM

আইডিএলসি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় “স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে উদ্যোক্তাদের জন্য আর্থিক সহযোগিতা অত্যন্ত জরুরি” উল্লেখ করে পলক বলেন, স্টার্টআপগুলোর যথাযথ বিকাশের লক্ষ্যে সরকার মেন্টরিং, কোচিং ও তহবিলসহ সার্বিক সহযোগিতা প্রদান করছে।

ছবি- আইসিটি বিভাগ

“দেশের তরুণ উদ্যোক্তাদের সহযোগিতা করার লক্ষ্যে চলতি বাজেটে এক কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। তাদের জন্য সিড স্টেজে এক লাখ থেকে দশ লাখ টাকা সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়া গ্রোথ স্টেজে এক কোটি থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত ভেঞ্চার ক্যাপিটাল হিসেবে প্রদান করা হচ্ছে।”

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পেছনে তরুণ উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন এই খাতকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি আইডিএলসি’র মত বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।

নতুন উদ্ভাবনী সমাধানের মাধ্যমে দেশীয় চাহিদা পূরণ করার জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন আইডিএলসি প্রধান এবং ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান।

পরে আনুষ্ঠানিকভাবে আইডিএলসি’র ডান্সার ক্যাপিটাল ফান্ড ১-এর উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।