এবার এক ক্যামেরার ফোনেই ফেইসবুকের ৩ডি ছবি

এবার এক ক্যামেরার স্মার্টফোন দিয়েই টাইমলাইনের জন্য ৩ডি ছবি বানাতে পারবেন গ্রাহক, শুক্রবার এমন ঘোষণাই দিয়েছে সামাজিক মাধ্যম জায়ান্ট ফেইসবুক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2020, 06:51 AM
Updated : 1 March 2020, 06:51 AM

নতুন এই ফিচারের মাধ্যমে ফেইসবুকের জন্য ৩ডি ছবি তোলায় ডিভাইসের পরিধি আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। এক ক্যামেরার মাধ্যমে ৩ডি ছবি তোলার সুযোগ থাকায় এবার সামনের ক্যামেরা দিয়ে ৩ডি সেলফি তোলা যাবে বলেও জানিয়েছে ফেইসবুক-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

২০১৮ সালের অক্টোবরে প্রথম এই ফিচারটি চালু করে ফেইসবুক। এ যাবৎ ফিচারটি সীমাবদ্ধ ছিলো দুই বা তার চেয়ে বেশি ক্যামেরা লেন্সের ডিভাইসগুলোর জন্য। ৩ডি ছবির ‘ডেপথ’ ঠিক করতে ডিভাইসের আলাদা আলাদা ক্যামেরার ওপর নির্ভরশীল ছিলো এই প্রযুক্তি।

ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়, এক ক্যামেরার প্রযুক্তিতে ৩ডি ইফেক্টের জন্য তৃমাত্রিক কাঠামো তৈরি করতে ব্যবহার করা হয়েছে মেশিন লার্নিং।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়, আইফোন ৭ বা তার চেয়ে নতুন এবং “সাম্প্রতিক মিডরেঞ্জ বা তার চেয়ে ভালো অ্যান্ড্রয়েড” ডিভাইসগুলোতে মূল ফেইসবুক অ্যাপে ৩ডি ছবির টুল পাবেন গ্রাহক।