ইন্দোনেশিয়ায় ডেটা সেন্টারে আগ্রহী মাইক্রোসফট

ইন্দোনেশিয়ায় ডেটা সেন্টারে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে মাইক্রোসফট। প্রতিষ্ঠান প্রধান সাত্যিয়া নাদেলার সঙ্গে বৈঠকের পর এ কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2020, 05:57 AM
Updated : 28 Feb 2020, 05:57 AM

মাইক্রোসফটের পদক্ষেপ বাস্তবায়নে শীঘ্রই নীতিমালা পরিবর্তন করা হবে বলেও জানিয়েছেন উইদোদো-- খবর বার্তাসংস্থা রয়টার্সের।

দক্ষিণপূর্ব এশিয়ার সবচেয়ে বড় এবং দ্রুত বর্ধমান ডিজিটাল অর্থনীতির দেশ ইন্দোনেশিয়া।

গুগল এবং সিঙ্গাপুরের রাষ্ট্রীয় বিনিয়োকারী প্রতিষ্ঠান টেমাসেক হোল্ডিংস এবং বাইন অ্যান্ড কোম্পানির প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালের মধ্যে দেশটির ডিজিটাল অর্থনীতি ১৩ হাজার কোটি মার্কিন ডলারে পৌঁছাবে, যা গত বছর ছিলো চার হাজার কোটি মার্কিন ডলার।

দক্ষিণপূর্ব এশিয়ার সর্ববৃহৎ অর্থনীতিতে ২৫ বছর ধরে মাইক্রোসফটের উপস্থিতি উদযাপনে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের বক্তব্যের পর উইদোদো বলেন, “ইন্দোনেশিয়ায় অবিলম্বে বিনিয়োগ করতে চায় মাইক্রোসফট।”

মাইক্রোসফট প্রধান সাত্যিয়া নাদেলাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

নীতিমালা কেমন হতে পারে বা বিনিয়োগের পরিমাণ কেমন হবে তার বিস্তারিত উল্লেখ না করেই উইদোদো বলেন, “বিনিয়োগের সমর্থনে আমরা এক সপ্তাহের মধ্যে নতুন, সহজ নীতিমালার সিদ্ধান্ত নেবো।”

গ্রাহকের ডেটার সুরক্ষায় জানুয়ারি মাসেই সংসদে নতুন বিল প্রস্তাব করেছে ইন্দোনেশিয়ার সরকার। এখনও এটির অনুমোদন দেওয়া হয়নি।

বিনিয়োগের ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি মাইক্রোসফট।