সাইবার হামলার শিকার মেক্সিকোর অর্থ মন্ত্রণালয়

মেক্সিকোর অর্থ মন্ত্রণালয়ের কিছু সার্ভারে সাইবার হামলা শনাক্ত করা হয়েছে বলে রোববার বিবৃতি দিয়েছে মন্ত্রণালয়টি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2020, 07:59 AM
Updated : 25 Feb 2020, 07:59 AM

সাইবার হামলার এই ঘটনায় ‌'সংবেদনশীল কোনো তথ্য ক্ষতিগ্রস্থ হয়নি' এবং নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে-- খবর বার্তাসংস্থা রয়টার্সের।

মেক্সিকান সরকারের ওপর বড় ধরনের সাইবার হামলার এটি দ্বিতীয় ঘটনা। আগের বছর নভেম্বরেই সাইবার হামলার শিকার হয় দেশটির জাতীয় তেল সরবরাহকারী প্রতিষ্ঠান পেমেক্স। ওই ঘটনায় দেশজুড়ে প্রতিষ্ঠানটির কম্পিউটারগুলো বন্ধ করতে বাধ্য করে হ্যাকাররা। পরে বিটকয়েনের মাধ্যমে ৫০ লাখ মার্কিন ডলার পরিশোধের দাবি করা হয়েছে।

সোমবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, মন্ত্রণালয়ে সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে সাময়িকভাবে নেটওয়ার্ক এবং সার্ভারগুলো বিচ্ছিন্ন করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “গভীরভাবে পর্যালোচনার পর মন্ত্রণালয়ে কিছু আক্রান্ত সার্ভার শনাক্ত করা হয়েছে, বেশিরভাগই ইমেইল এবং আর্কাইভ সার্ভার।”

“মন্ত্রণালয়ের সংবেদনশীল তথ্য এবং ব্যবহারকারীদের তথ্য ক্ষতিগ্রস্থ হয়নি বলেই ধারণা করা হচ্ছে।”

পেমেক্সের আক্রমণের মতো এবারের সাইবার হামলায়ও মুক্তিপণ দাবি করা হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।