করোনাভাইরাস শঙ্কায় এবার সাইবার নিরাপত্তা সম্মেলন

প্রাণঘাতী নভেল করোনাভাইরাস আতঙ্কে আরএসএ সাইবার নিরাপত্তা সম্মেলনে এবার অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ভেরাইজন কমিউনিকেশনস।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2020, 10:33 AM
Updated : 23 Feb 2020, 10:33 AM

এটিঅ্যান্ডটি সাইবারসিকিউরিটিও এই সম্মেলনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে আরএসএ।

ইতোমধ্যেই সম্মেলনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে মোট ১৪টি প্রতিষ্ঠান। এর মধ্যে চীনের ছয়টি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাতটি এবং কানাডার একটি প্রতিষ্ঠান রয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

আলাদাভাবে ফেইসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে করোনাভাইরাসের কারণে এবারে স্যান ফ্রান্সিসকোর একটি গেইম ডেভেলপার্স কনফারেন্সে অংশ নেবে না প্রতিষ্ঠানটি।

করোনাভাইরাস আতঙ্কে আগের সপ্তাহেই আরএসএ সম্মেলন বর্জনের ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশন বা আইবিএম।

মধ্য চীনের হুবেই প্রদেশের উহান শহরে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর করোনাভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্ত করা হয়। নিউমোনিয়ার মত লক্ষণ নিয়ে নতুন এ রোগ ছড়াতে দেখে চীনা কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করে।

১১ জানুয়ারি প্রথম একজনের মৃত্যু হয় এই ভাইরাসে। ইতোমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৬১ জনে, যাদের মধ্যে ১৯ জন ছাড়া বাকি সবার মৃত্যু ঘটেছে চীনে।

২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আরএসএ সম্মেলন।