পাঁচ লাখে টেসলার সাইবারট্রাক প্রি-অর্ডার!

টেসলার সাইবারট্রাকের প্রি-অর্ডার পাঁচ লাখে পৌঁছেছে বলে দাবি করেছে সাইবারট্রাক ওনার্স ক্লাব। সে হিসাবে গত বছরের নভেম্বর থেকে প্রতিদিন গড়ে সাইবারট্রাকটি প্রি-অর্ডার হয়েছে ছয় হাজার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2020, 03:00 PM
Updated : 21 Feb 2020, 03:00 PM

বৈদ্যুতিক ট্রাকটি উন্মোচনের পর থেকে প্রতি নিবন্ধনে ১০০ মার্কিন ডলারে এটির প্রি-অর্ডার শুরু করে টেসলা।

আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, নিবন্ধনকৃত গ্রাহকদের ১৭ শতাংশ সাইবারট্রাকটির এক মোটরের সংস্করণটি চেয়েছেন, যা অপেক্ষাকৃত কম দামের। এই সংস্করণের দাম শুরু ৪০ হাজার মার্কিন ডলার থেকে।

নিবন্ধনকারী বাকী ৮৩ শতাংশ গ্রাহক সাইবারট্রাকটির ডুয়াল মোটর এবং ট্রাই-মোটর সংস্করণ চাচ্ছেন বলে জানানো হয়েছে। এই সংস্করণের দাম শুরু ৫০ হাজার মার্কিন ডলার থেকে।

তিনটি সংস্করণে বাজারে আসবে পিকআপ শ্রেণিভূক্ত বৈদ্যুতিক ট্রাকটি। ২৫০, ৩০০ এবং ৫০০ মাইল রেঞ্জের তিনটি সংস্করণ থাকবে এতে।

সবচেয়ে দামী ট্রাই-মোটর সংস্করণটি ভর বহন করতে পারবে সাড়ে তিন হাজার পাউন্ড এবং এর পেছনে বেধে ভর নেওয়া যাবে ১৪ হাজার পাউন্ড। ট্রাকটি শূন্য থেকে ৬০ কিলোমিটার গতি তুলতে পারবে ২.৯ সেকেন্ডে।

ছয় আসনের এই ট্রাকে ব্যবহার করা হয়েছে আরমর্ড কাঁচ এবং শক্তিশালী প্যানেল।

২০২২ সালে সাইবারট্রাকের ট্রাই-মোটর সংস্করণটির উৎপাদন শুরু হবে বলে আশা করা হচ্ছে।