‘অ্যাপ স্টোর’ বিষয়ক বই বিক্রি করতে দেবে না অ্যাপল

‘অ্যাপ স্টোর কনফিডেনশিয়াল’ নামে নতুন একটি বইয়ের বিক্রি থামাতে পদক্ষেপ নিয়েছে অ্যাপল। বিক্রি বন্ধ করতে ইতোমধ্যেই লেখক টম স্যাডোস্কি এবং প্রকাশক মারমান ভেরলাগকে চিঠি দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2020, 02:51 PM
Updated : 20 Feb 2020, 02:51 PM

অর্ডারকৃত বইগুলোর সরবরাহ বন্ধ করতে এবং ইতোমধ্যেই যে বইগুলো গ্রাহকের কাছে গেছে সেগুলো ফেরত নেওয়ার নির্দেশ দিয়েছে অ্যাপলের আইনজীবীরা। বইটির সব খসড়াও নষ্ট করে দিতে বলা হয়েছে-- খবর আইএএনএস-এর।

বুধবার অ্যাপল ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত অ্যাপলের এই নির্দেশে বাধা দিয়ে আসছে প্রকাশক মারমান এবং লেখক।

জার্মান অ্যাপ স্টোরের ব্যবস্থাপক ছিলেন লেখক স্যাডোস্কি। লেখক এবং প্রকাশককে থামাতে আইনি পদক্ষেপ নিচ্ছে অ্যাপল।

বইটিতে অ্যাপলে স্যাডোস্কির কার্যক্রম তুলে ধরা হয়েছে। এতে প্রতিষ্ঠানের গোপন ‘ব্যবসায়িক তথ্য’ রয়েছে, যা ‘প্রকাশের অনুমতি দেওয়া হয়নি’ বলে দাবি অ্যাপলের।

জার্মানিতে মঙ্গলবারই উন্মুক্ত করা হয়েছে বইটি। সাবেক ব্যবস্থাপকের চোখে অ্যাপল অ্যাপ স্টোর কীভাবে কাজ করে তার পেছনের গল্প তুলে ধরা হয়েছে ‘অ্যাপ স্টোর কনফিডেনশিয়াল’ বইটিতে।

অ্যাপলে স্যাডোস্কির যাত্রা, অ্যাপ স্টোরে কাজ করার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং প্রতিষ্ঠান প্রধান টিম কুকের সঙ্গে সাক্ষাতের কথাও বলা হয়েছে বইয়ে।