নতুন এস পেন নিয়ে আসতে পারে গ্যালাক্সি ফোল্ড ২

চলতি বছর জুলাই মাসেই নতুন ফোল্ডএবল স্মার্টফোন গ্যালাক্সি ফোল্ড ২ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে স্যামসাং। বলা হচ্ছে, এবার ডিভাইসটিতে যোগ হতে পারে নোট সিরিজের মতো এস পেন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2020, 06:04 PM
Updated : 19 Feb 2020, 06:04 PM

কোরিয়ান সংবাদমাধ্যম আজুনিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে নতুন গ্যালাক্সি ফোল্ড ২-এর সাংকেতিক নাম দেওয়া হয়েছে চ্যাম্প।

ভাঁজ খোলা অবস্থায় নতুন ফোল্ডএবল ডিভাইসটির পর্দা হবে ৭.৭ ইঞ্চি, যা গ্যালাক্সি নোট ১০ প্লাসের চেয়ে এক ইঞ্চি বড়। গ্যালাক্সি ফোল্ড ২-তে ব্যবহার করা হতে পারে ‘ইনফিনিটি-ভি’ পর্দা। ছোট ত্রিকোণাকার নচ থাকবে এই পর্দায়-- খবর আইএএনএস-এর।

ধারণা করা হচ্ছে, গ্যালাক্সি এস২০ প্লাসের মতোই ক্যামেরা ব্যবস্থা থাকবে নতুন গ্যালাক্সি ফোল্ড ২-তে। ১২ মেগাপিক্সেল মূল ক্যামেরার সঙ্গে ৬৪ মেগাপিক্সেল টেলিফটো, ১২ মেগাপিক্সেল আলট্রাওয়াইড, একটি ৩ডি টিওএফ সেন্সর এবং একটি ভিজিএ টাইম-অফ-ফ্লাইট সেন্সর থাকবে এতে।

এ ছাড়াও ৩এক্স হাইব্রিড অপটিক জুমের পাশাপাশি গ্যালাক্সি এস২০ প্লাসের মতো ৩০এক্স সুপার রেজুলিউশান জুম সমর্থন করতে পারে নতুন ফোল্ডএবল ডিভাইসটি।