এলজি ‘কে সিরিজে’ আসছে নতুন তিন মডেল

নিজেদের ‘কে-সিরিজ’ বাজেট স্মার্টফোনে নতুন তিনটি মডেল যোগ করেছে এলজি। তিনটি মডেলেই রয়েছে রিয়ার কোয়াড-ক্যামেরা সেটআপ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2020, 04:50 PM
Updated : 18 Feb 2020, 04:50 PM

কোয়াড ক্যামেরা সেটআপে উচ্চ-রেজুলিউশনের মূল লেন্স, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ডেপথ সেন্সর এবং মাইক্রো সেন্সর রয়েছে বলে জানা গেছে। কে সিরিজের ‘কে৬১’-ই ৪৮ মেগাপিক্সেল মূল লেন্সের প্রথম এলজি স্মার্টফোন। -- খবর প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেটের।

এলজি’র ‘কে৬১’ স্মার্টফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চি এফএইচডি প্লাস ডিসপ্লে। আর ‘কে৫১এস’ স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। দুটি ফোনেরই কোণায় রয়েছে হোল পাঞ্চ ক্যামেরা। ফোন দুটিতে রাখা হয়েছে ২.৩ গিগাহার্টজ অক্টা কোর প্রসেসর।

কে৬১ মডেলটিতে রয়েছে চার গিগাবাইট র‌্যাম। চাইলে ৬৪ গিগাবাইট বা ১২৮ গিাবাইট স্টোরেজেও পাওয়া যাবে ফোনটি। এদিকে, কে৫১এস ফোনটিতে রয়েছে ৩ গিগাবাইট র‌্যাম ও ৬৪ গিগাবাইট স্টোরেজ।

আর কে সিরিজের তৃতীয় নতুন মডেল কে৪১এসে রয়েছে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেল রিয়ার এবং আট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে রয়েছে তিন গিগাবাইট র‌্যাম ও ৩২ গিগাবাইট স্টোরেজ।

এখন পর্যন্ত সেটগুলোর দামের ব্যাপারে কিছু জানায়নি এলজি।