এপ্রিলে বৈদ্যুতিক গাড়ি দেখাবে ক্যাডিলাক

এপ্রিলে নিজেদের প্রথম বিদ্যুত চালিত গাড়ি নিয়ে আসছে ক্যাডিলাক। গত বছরের জানুয়ারিতে প্রথম গাড়িটির প্রিভিউ দেখায় প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2020, 04:04 PM
Updated : 18 Feb 2020, 04:04 PM

ক্যাডিলাক প্রেসিডেন্ট স্টিভ কার্লাইল জানিয়েছেন, এপ্রিলে ‘ন্যাশনাল অটো ডিলার অ্যাসোসিয়েশনে’ নিজেদের বৈদ্যুতিক গাড়ি দেখাবে প্রতিষ্ঠানটি। ক্যাডিলাক ব্র্যান্ডের বিইভি৩ প্ল্যাটফর্মের অধীনে আনা হচ্ছে মডেলটিকে। ভবিষ্যতের সব বৈদ্যুতিক গাড়িও আসবে এই প্ল্যাটফর্মটির অধীনেই। -- খবর প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেটের।

প্রথম যখন বৈদ্যুতিক মডেলের গাড়ির ব্যাপারে জানানো হয়, তখন ক্যাডিলাক প্রেসিডেন্ট কার্লাইল বলেছিলেন, “বরফ খণ্ড যেমন বরফ খণ্ডের সঙ্গে লেগে যায়, ঠিক সেভাবে ব্যাটারি প্যাকও গাড়ির ভেতর ভেতর এঁটে যাবে। এবং, আপনি যত পানি দিয়েই বরফ বানান না কেন, ফ্রিজের শুধু অতটুকু জায়গাই নেবে বরফের পাত্রটি।”

কার্লাইল মূলত বলতে চেয়েছিলেন, গাড়ির পরিসরে প্রভাব না ফেলে নানাবিধ গাড়ির ভিত্তি হিসেবে ব্যবহার করা যাবে ওই ব্যাটারি প্যাক।

উল্লেখ্য, গত বছরই ক্যাডিলাক জানিয়েছে, ২০৩০ সাল নাগাদ অধিকাংশ ক্যাডিলাকই হবে বিদ্যুত চালিত। এদিকে, এপ্রিলের শুরুতে নিউ ইয়র্ক অটো শো’তে নিজস্ব ইভেন্ট করে গাড়িটি ছাড়া হবে কিনা সে বিষযটি এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।