টেকসই পরীক্ষায় টেকেনি স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ

স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি জেড ফ্লিপ স্মার্টফোনের বেশ বড় একটি ফিচার হচ্ছে ফোনটির ফোল্ডএবল `গ্লাস’ স্ক্রিন। বিশ্বের প্রথম কোনো ফোনে এরকম পর্দা রয়েছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2020, 06:49 PM
Updated : 17 Feb 2020, 06:49 PM

তবে, আদতেও পর্দায় আসল কাঁচ ব্যবহার করা হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে সাম্প্রতিক এক পরীক্ষার পর।

পরীক্ষার ফলাফল বলছে, পর্দার দিকে বাড়তি খেয়াল রাখতে হবে ব্যবহারকারীদের। -- খবর প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের।

স্যামসাংয়ের এই স্মার্টফোনটি ক্ল্যামশেল ডিজাইনের হবে বলে জানা গেছে। গ্যালাক্সি ফোল্ডের পর স্যামসাংয়ের দ্বিতীয় ফোল্ডএবল হচ্ছে গ্যালাক্সি জেড ফ্লিপ। নির্মাতা প্রতিষ্ঠানের তথ্য অনুসারে, এতে ভাঁজ করা সম্ভব হবে এমন ৬.৭ ইঞ্চি স্ক্রিনের পর্দা রয়েছে।

সম্প্রতি ইউটিউবার ‘জেরিরিগএভরিথিং’ হ্যান্ডসেটটির টেকসইতা পরীক্ষা করে দেখেছেন। ফলাফলে হতাশই করেছে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ। পরীক্ষার ফলাফল বলছে, পর্দায় আসল কাঁচ ব্যবহার করা হয়নি। “পর্দায় মোটেও কোনো স্ক্র্যাচ নিরোধক বা কাঁচ থেকে পাওয়া যাবে এমন কাঠামোগত কোনো পরিবর্তন ব্যবহার করা হয়নি।” - ভিডিওতে বলেছেন ‘জেরিরিগএভরিথিং’ ইউটিউবার জ্যাক নেলসন।

“হতে পারে ছোট ছোট গ্লাসের উপাদানসম্পন্ন হাইব্রিড প্লাস্টিক পলিমার ব্যবহার করা হয়েছে এবং এটিকে কাঁচ বলে ডাকা হচ্ছে।– বলেন নেলনস। তিনি আরও বলেন, “আমাদের মোটেও এটিকে কাঁচ বলে ডাকা ঠিক হবে না, যেখানে আমার নখের আঁচড়ই নিতে পারছে না কাঁচের পৃষ্ঠটি।”

তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি স্যামসাং।