গ্যালাক্সি এস২০’র ভিডিওতে মিনিটে লাগে ৬০০এমবি

নতুন ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস২০ দিয়ে ৮কে ভিডিও রেকর্ডিংয়ে মিনিটে ৬০০ মেগাবাইট স্টোরেজ খরচ হতে পারে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2020, 12:50 PM
Updated : 16 Feb 2020, 12:50 PM

প্রতিষ্ঠানের তথ্যমতে পাঁচ মিনিটের একটি ৮কে ভিডিওতে স্টোরেজ লাগবে প্রায় তিন গিগাবাইট-- খবর আইএএনএস-এর।

নতুন এই স্মার্টফোনটির সর্বোচ্চ ইন্টার্নাল স্টোরেজ ৫১২ গিগাবাইট। এতে মাইক্রোএসডি কার্ড সমর্থন করবে এক টেরাবাইট পর্যন্ত। সবমিলিয়ে ডিভাইসটির সর্বোচ্চ স্টোরেজ হতে পারে দেড় টেরাবাইট।

৮কে মোডে ডিভাইসটিতে ভিডিও ধারণে সর্বোচ্চ সময়সীমা দেওয়া হয়েছে পাঁচ মিনিট। এতে ভিডিও রেকর্ড করা যাবে শুধু সেকেন্ডে ২৪ ফ্রেইম রেটে। ফলে ৩০ বা ৬০ ফ্রেইম রেটে ভিডিও রেকর্ড করতে পারবেন না গ্রাহক।

গ্যালাক্সি এস১০ প্লাস মডেলে ৪কে ভিডিও রেকর্ডিংয়ে মিনিটে স্টোরেজ লাগতো সর্বোচ্চ ৩৫০ মেগাবাইট।

গ্যালাক্সি এস২০ এবং এস২০ প্লাস মডেলে রাখা হয়েছে ট্রিপল ক্যামেরা ব্যবস্থা, যার মূল সেন্সরটি ৬৪ মেগাপিক্সেল এবং সামনে রাখা হয়েছে ১০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। অন্যদিকে এস২০ আলট্রার মূল ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ৪০ মেগাপিক্সেল।

এ ছাড়াও ‘নোনা-বিনিং’ প্রযুক্তির মাধ্যমে ক্যামেরা ডায়নামিকালি ১০৮ মেগাপিক্সেল মোড থেকে ১২ মেগাপিক্সেল মোডে নেওয়া যাবে গ্যালাক্সি এস২০ আলট্রাতে। সেন্সর লেভেলে নয়টি পিক্সেলকে এক পিক্সেলে নেওয়া হয় এই প্রযুক্তির মাধ্যমে।