বন্ধ হলো অ্যান্ডি রুবিনের প্রতিষ্ঠান এসেনশিয়াল

অ্যান্ড্রয়েড সহ-প্রতিষ্ঠাতা অ্যান্ডি রুবিনের প্রতিষ্ঠান এসেনশিয়াল বন্ধ হয়েছে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2020, 07:24 AM
Updated : 13 Feb 2020, 07:24 AM

২০১৫ সালে প্রতিষ্ঠিত হয় এসেনশিয়াল। বেশ কিছু স্মার্টফোন, স্মার্ট হোম স্পিকার এবং নিজস্ব অপারেটিং সিস্টেম উন্মোচনের পরিকল্পনা ছিলো প্রতিষ্ঠানটির। তবে, এসেনশিয়াল ফোন নামে একটি স্মার্টফোন এবং ডিভাইসটির কিছু অ্যাকসেসোরি উন্মোচনের পরই ইতি টানছে প্রতিষ্ঠানটি-- খবর বিবিসি’র।

জেম নামে একটি অত্যন্ত পাতলা স্মার্টফোন নিয়ে কাজ করছিলো এসেনশিয়াল। প্রতিষ্ঠানের এক বিবৃতিতে বলা হয়, এটি সরবরাহ করতে তারা “সামনে কোনো স্পষ্ট পথ দেখছে না।”

“আমাদের লক্ষ্য ছিলো এমন একটি মোবাইল কম্পিউটিং ব্যবস্থা উদ্ভাবন করা, যা মানুষের জীবনযাপনের চাহিদার সঙ্গে একীভূত হবে।”

“আমাদের সর্বোচ্চ প্রচেষ্টায় আমরা জেমকে যতো দূর পর্যন্ত নেওয়া সম্ভব ছিল, নিয়েছি। কিন্তু আফসোস এটি গ্রাহকের কাছে সরবরাহ করার কোনো স্পষ্ট পথ নেই। এ কারণে আমরা এসেনশিয়ালের কার্যক্রম থামিয়ে প্রতিষ্ঠান বন্ধ করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি,” জানিয়েছে এসেনশিয়াল।

প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় এসেনশিয়াল ফোনে আর কোনো সফটওয়্যার নিরাপত্তা আপডেট পাবেন না গ্রাহক।

ডেভেলপাররা যাতে ডিভাইসটি নিয়ে কাজ চালিয়ে যেতে পারে সে কারণে কোডিং সাইট গিটহাবে নিজেদের সফটওয়্যার শেয়ার করেছে প্রতিষ্ঠানটি।

এসেনশিয়ালের ক্রস-প্ল্যাটফর্ম ইমেইল সফটওয়্যার নিউটন মেইল বন্ধ হবে চলতি বছর এপ্রিলে।