এ বছর ২৫ লাখ জেড ফ্লিপ বিক্রির আশা স্যামসাংয়ের

চলতি বছর ২৫ লাখ নতুন ফোল্ডএবল স্মার্টফোন গ্যালাক্সি জেড ফ্লিপ বিক্রির প্রত্যাশা করছে স্যামসাং। মঙ্গলবার স্যান ফ্রান্সিসকোর আনপ্যাকড ইভেন্টে উন্মোচন করা হতে ডিভাইসটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2020, 04:42 PM
Updated : 11 Feb 2020, 04:42 PM

উন্মোচনের আগে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯২ম আসরে নতুন এই ফোল্ডএবল ডিভাইসটির একটি টিজার ভিডিও দিয়ে চমক দেখিয়েছে স্যামসাং।

এই খাতের কিছু সূত্রের বরাত দিয়ে আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, গ্যালাক্সি জেড ফ্লিপের পাঁচ লাখ ইউনিটের প্রাথমিক ব্যাচ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি।

সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করা হয়েছে নতুন এই ফোল্ডএবল স্মার্টফোনটির বাজার মূল্য হবে ৮৬০ থেকে ১২৯৫ মার্কিন ডলার, যা মোটোরলার ফোল্ডএবল রেজরের মূল্য ১৫০০ ডলার থেকে অনেক কম।

স্যামসাংয়ের নতুন ফোল্ডএবল স্মার্টফোনটিতে রাখা হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর। ৬.৭ ইঞ্চি পর্দাটি ভাঁজ করা যাবে উল্লম্বভাবে মাঝ বরাবর।

ডিভাইসটির পেছনে রাখা হতে পারে ডুয়াল ক্যামেরা ব্যবস্থা। আর সামনে থাকতে পারে ১০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ৮কে ভিডিও ধারণ করতে পারবে ডিভাইসটি।

দক্ষিণ কোরিয়ায় ডিভাইসটি একটি ৫জি সংস্করণও আনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বলা হচ্ছে, নতুন এই ডিভাইসটিতে প্লাস্টিকের বদলে পাতলা কাঁচের পর্দা ব্যবহার করা হবে।