লাখো ইসরায়েলি ভোটারের তথ্য ফাঁস

তথ্য ফাঁসের শিকার হয়েছেন ইসরায়েলের প্রায় ৬৫ লাখ ভোটার। ফাঁস হওয়া তথ্যের মধ্যে ওই নাগরিকদের শনাক্তকারী কার্ড নাম্বার, পুরো নাম এবং তাদের ভোটিং নিবন্ধন তথ্য রয়েছে বলে জানানো হয়েছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2020, 04:06 PM
Updated : 11 Feb 2020, 04:06 PM

নির্বাচনী অ্যাপ ইলেকটরের মাধ্যমে এই তথ্যগুলো ফাঁস হয়। অ্যাপটি ব্যবহার করছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দল লিকুদ-- খবর আইএএনএস-এর।

সোমবার রাতে অথরিটি ফর ডিফেন্ডিং প্রাইভেসির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, লিকুদের তথ্য ফাঁসের ঘটনায় ৬৫ লাখ ইসরায়েলি ভোটারের ব্যক্তিগত তথ্য ফাঁসে একের অধিক দলের অন্তর্ভুক্তি থাকায় একটি মামলা করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, তথ্য ফাঁসের জন্য দায়ী লিকুদ কর্মকর্তা এবং দলটির নিয়োগ দেওয়া তৃতীয় পক্ষ উভয়ের বিরুদ্ধেই এই মামলা চালানো হবে। ভোটারদের ব্যক্তিগত ডেটার সুরক্ষায় দায়িত্ব ছিলো তাদের।

ভোটারদের সঙ্গে যোগাযোগ করতে ২ মার্চের নির্বাচন বিষয়ে খবর ও তথ্য জানাতে অ্যাপটি ব্যবহার করছিলেন নেতানিয়াহু।

ইসরায়েলের একটি তদন্তকারী ওয়েবসাইটের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইলেকটর অ্যাপের ওয়েব সংস্করণটি অত্যন্ত দূর্বলভাবে লেখা হয়েছে। ফলে সাধারণ একটি ব্রাউজার ব্যবহার করেই পুরো ডেটাবেইজের হাই-লেভেল অ্যাকসেস পাওয়া সম্ভব।