অ্যান্ড্রয়েডে ফের নিরাপত্তা ত্রুটি

পুরোনো সংস্করণের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ধরা পড়েছে নিরাপত্তা ত্রুটি। ইআরএনডব্লিইউয়ের গবেষকরা জানিয়েছেন, ওই নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়ে নিরবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ফোনে ম্যালওয়্যার চালান করে দিতে পারবে সাইবার অপরাধীরা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2020, 01:45 PM
Updated : 10 Feb 2020, 01:45 PM

‘ব্লুফ্র্যাগ’ নামের ওই নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে অ্যান্ড্রয়েড ৮ ওরিও এবং অ্যান্ড্রয়েড ৯ পাই ব্যবহারকারীরা। ম্যালওয়্যার পাঠিয়ে দিতে শুধু ‘ব্লুটুথ এমএসি অ্যাড্রেস’ জানতে হবে হ্যাকারদের। ইআরএনডব্লিইউ গবেষকরা বলছেন, বিষয়টি এতোটাই সহজ যে শুধু ‘ওয়াইফাই এমএসি অ্যাড্রেসের’ দিকে এক নজর বুলিয়ে নিলেই আক্রমণ করা সম্ভব। ব্যবহারকারী জানতেই পারবেন না যে আক্রমণের শিকার হচ্ছেন তিনি। -- খবর প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের।

তবে, নিরাপদে রয়েছেন অ্যান্ড্রয়েড ১০ ব্যবহারকারীরা। ধারণা করা হচ্ছে, অ্যান্ড্রয়েড ৮ বা তার আগের অপারেটিং সিস্টেম চালিত ফোনগুলোতেই ওই নিরাপত্তা ত্রুটি রয়েছে শুধু। এ ধরনের আক্রমণের হাত থেকে রেহাই পেতে ফেব্রুয়ারি ২০২০ নিরাপত্তা প্যাচ নামিয়ে নিলেই চলবে বলে উল্লেখ করেছে এনগ্যাজেট।

নিরাপত্তা ত্রুটিতে আক্রান্ত অধিকাংশ ডিভাইসে হয় কোনো সফটওয়্যার আপডেপট আসে না বা আসলেও নিয়মিত সেগুলো আপডেট করা হয় না। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নির্মাতা গুগল শুধু জনপ্রিয় ফোন নির্মাতাদের দুই বছরের নিরাপত্তা আপডেট দেওয়ার নিয়ম করে দিয়েছে।

সে হিসেবে দুই বছরের সময়সীমা্ অনেক আগেই পার হয়েছে অ্যান্ড্রয়েড ৮ অপারেটিং সিস্টেমের। ফোন বেশি পুরোনো হলে নিরাপত্তা সমস্যাটির সমাধান হবে না বলে মন্তব্য করেছে এনগ্যাজেট।