গ্যালাক্সি এস২০ আল্ট্রাতে ১৬ গিগাবাইট র‌্যাম?

মঙ্গলবারে গ্যালাক্সি এস২০ সিরিজের ফোন উন্মোচন করতে প্রস্তুত স্যামসাং। ধারণা করা হচ্ছে, গ্যালাক্সি সিরিজের গ্যালাক্সি এস২০ আল্ট্রা’তে দেখা মিলবে ১৬ গিগাবাইট র‌্যামের।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2020, 04:00 PM
Updated : 8 Feb 2020, 04:00 PM

বর্তমানে শিল্পমান অনুসারে ৫জি ফোনে ১৬ গিগাবাইট র‌্যাম রাখতে হয়। র‌্যাম ছাড়াও গ্যালাক্সি এস২০ আল্ট্রা’তে ১০৮ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ৪০ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা, ১০ গুণ জুমসহ ৪৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরার দেখা মিলতে পারে। -- খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর।

আইএএনএস উল্লেখ করেছে, আসন্ন স্মার্টফোনগুলোতে এক্সিনস ৯৯০ প্রসেসর ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। বাজারভেদে আবার স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসরও দেখা যাবে স্মার্টফোনগুলোতে। গ্যালাক্সি এস২০ আল্ট্রার পর্দার মাপ হতে পারে ৬.৯ ইঞ্চি।

মঙ্গলবারের অনুষ্ঠানে নতুন আরেকটি ফোল্ডএবল ফোনও উন্মোচন করার সম্ভাবনা রয়েছে স্যামসাংয়ের। আসন্ন ওই ফোল্ডএবল ২ ফোনটির ছবিও শেয়ার করেছে আইস ইউনিভার্স। ওই ছবিতে দেখা গেছে, বইয়ের মতো মাঝখান থেকে ভাঁজ হবে ফোনটিকে।

ফোল্ডএবল ওই ফোনটির দাম এক হাজার ডলার ধরা হতে পারে বলেও শোনা যাচ্ছে।