ফেইসবুকের টুইটার ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট বেহাত!
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Feb 2020 06:00 PM BdST Updated: 08 Feb 2020 06:15 PM BdST
ফেইসবুকের টুইটার ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট হাতিয়ে নিয়েছিল হ্যাকাররা। কিছুটা সময়ের জন্য তৃতীয় পক্ষীয় প্ল্যাটফর্মের মাধ্যমে বেহাত হলেও পরে দুটি অ্যাকাউন্টই উদ্ধার করা হয়েছে।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার বিকেলে হ্যাকার গ্রুপ ‘আওয়ারমাইন’ ফেইসবুকের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে হ্যাকিংয়ের খবর জানান দেয়। জানুয়ারি মাসে একই হ্যাকিং গ্রুপের হাতে বেদখল হয়ে গিয়েছিল ডজনখানেক এনএফএল টিমের টুইটার অ্যাকাউন্ট। এ ছাড়াও ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ, টুইটার প্রধান জ্যাক ডরসি এবং গুগল প্রধান সুন্দার পিচাইয়ের টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের পেছনেও ছিল ‘আওয়ারমাইন’।
“ফেইসবুকেও হ্যাকিং সম্ভব। তবে, ফেইসবুকের নিরাপত্তা অন্তত টুইটারের থেকে ভালো।” – টুইটে লিখেছিল ওই হ্যাকার গ্রুপটি। ঠিক একই সময়ে ফেইসবুকের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি হাতিয়ে নিয়ে নিজেদের হ্যাকিং গ্রুপের লোগো পোস্ট করেছিল হ্যাকাররা।
হ্যাকিংয়ের ঘটনা প্রসঙ্গে এক টুইটার মুখপাত্র বলেছেন, “আমরা ইসুটি জানতে পারার পরপরই ওই দুটি অ্যাকাউন্ট লক করে দিয়েছি এবং ওগুলো ফিরিয়ে আনতে ফেইসবুকে থাকা আমাদের অংশীদারদের সঙ্গে কাজ করছি।”
তৃতীয় পক্ষীয় প্ল্যাটফর্মের মাধ্যমে আক্রান্ত হয়েছে জানালেও, ঠিক কোন প্ল্যাটফর্মের মাধ্যমে হ্যাকিংয়ের ঘটনা ঘটেছিল তা জানাতে রাজি হয়নি টুইটার। কিন্তু টুইটের এক স্ক্রিনশটের বরাতে জানা গেছে, সামাজিক মাধ্যম ব্যবস্থাপনা টুল ‘খরোস’-এর মাধ্যমে আক্রমণ করা হয়েছিল অ্যাকাউন্ট দুটিতে।
এদিকে, হ্যাকিংয়ের বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইন্সটাগ্রাম ও খরোস।
-
ক্রাউডট্যাঙ্গল ‘বন্ধ করার পরিকল্পনায়’ মেটা
-
টিকটকের শীর্ষে এখন খাবি লামি
-
ইতালীয় কোম্পানি যোগাচ্ছে ‘ফোন হ্যাকিংয়ের হাতিয়ার’: গুগল
-
ক্রিপ্টোর খেলায় গোল করতে পারবেন রোনালদো?
-
টেসলার নতুন ফ্যাক্টরি ‘টাকা পোড়ানোর কারখানা’
-
এক চাপে দুই কাজ করবে স্টিলসিরিজের কিবোর্ড
-
‘নোটস’-এর খবর নিশ্চিত করেছে টুইটার
-
যে কারও কণ্ঠ নকলের সক্ষমতা আসছে অ্যালেক্সায়
সর্বাধিক পঠিত
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- পদ্মা সেতু: এক নজরে
- বিশ্বকাপে দলগুলোর স্কোয়াডের আকার বাড়ল
- ‘নিজের গায়ে’ আগুন দিয়ে হাসপাতালে নারী চিকিৎসক
- টানা ৩ সেঞ্চুরিতে মিচেলের ইতিহাস
- পদ্মা সেতু: ইলিশ রেস্তোরাঁ ‘রমরমা হবে’ শিমুলিয়ায়