উইন্ডোজ ১০-এর সার্চ বার ত্রুটি সরালো মাইক্রোসফট
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Feb 2020 05:49 PM BdST Updated: 06 Feb 2020 05:49 PM BdST
উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের সার্চ বার ত্রুটি সারানো হয়েছে বলে ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। ত্রুটির কারণে অনেক ডিভাইসে সার্চ বার কাজ করছিলো না বলে জানানো হয়েছে।
সামাজিক মাধ্যমগুলোতে অনেক গ্রাহক অভিযোগ করেছেন বুধবার সকাল থেকে কাজ করছে না উইন্ডোজ ১০ সার্চ। সার্চ টুলে কোনো কিছু সার্চ করলে ফলাফল দেখানোর বদলে খালি বাক্স দেখানো হচ্ছে বলে জানিয়েছেন তারা।
অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টা পরই মাইক্রোসফটের পক্ষ থেকে বলা ত্রুটি সারানো হয়েছে। তবে মাইক্রোসফট বলছে, কিছু গ্রাহকের কম্পিউটার রিস্টার্ট করা দরকার হতে পারে-- খবর বিবিসি’র।
“বেশিরভাগ গ্রাহকেরই এই সমস্যা সমাধান হয়েছে এবং কিছু ক্ষেত্রে আপনার মেশিনটি রিস্টার্ট করতে হবে,”-- জানিয়েছে মাইক্রোসফট।
বিশ্বজুড়ে ৮০ কোটি গ্রাহক রয়েছে উইন্ডোজ ১০-এর। কতো সংখ্যক গ্রাহক এই ত্রুটিতে আক্রান্ত হয়েছেন তা নিশ্চিত করেনি সফটওয়্যার জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।
উইন্ডোজের সবচেয়ে বেশি ব্যবহৃত ফিচারগুলোর একটি এই সার্চ। ফাইল, অ্যাপ, ইমেইল এবং কম্পিউটারের অন্যান্য ফাইল খুঁজে বের করতে ব্যবহার করা হয় এই ফিচারটি।
টুইট বার্তায় এক গ্রাহক বলেন, “এখন আমার টাস্কবার কাজ করছে না, আমাকে পশুর মতো স্টার্ট মেনুর ওপর নিচে স্ক্রল করতে হচ্ছে।”
আরেক টুইটার গ্রাহক বলেন, “আমি ভেবেছি শুধু আমার সঙ্গেই এমনটা হচ্ছে, পরে দেখেছি কয়েক ঘন্টায় আরও অনেকে একই সমস্য নিয়ে অভিযোগ করেছেন।”
কিছু গ্রাহক বলেন, উইন্ডোজ ১০-এর স্টার্ট মেনু থেকে বিং বন্ধ করে দিলে সমস্যা সমাধান হচ্ছে।
-
হুয়াওয়ে প্রতিষ্ঠাতার কন্যার প্রত্যার্পণ পেছালো তিন মাস
-
ইউরোপ সফরে যাচ্ছেন ইনটেল প্রধান
-
৪ বছরে আরো ৩৫ হাজার ডিজিটাল ল্যাব: পলক
-
ফেইসবুকের বিজ্ঞাপন টুলে আসছে পরিবর্তন
-
বিজ্ঞাপনী আয়ের আওতা বাড়াচ্ছে অ্যাপল
-
র্যানসমওয়্যারের কবলে অ্যাপল সরবরাহক কোয়ান্টা
-
কেলেঙ্কারি ধামাচাপার মেইল ভুলে পত্রিকা অফিসে!
-
বৈদ্যুতিক এসইউভি ‘ইকিউবি’ দেখালো মার্সেইডিজ-বেঞ্জ
সর্বাধিক পঠিত
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- ৫১৪ বল আর সেরা জুটিতে রেকর্ড বইয়ে শান্ত-মুমিনুল
- মেসির জোড়া গোলে শিরোপা ভাগ্য বার্সার হাতেই
- তালিকাটা দিন, তাদের নিয়ে জেলে চলে যাই: বাবুনগরী
- কোভিড-১৯: ভারতে দৈনিক শনাক্তের বিশ্ব রেকর্ড
- টপ অর্ডারের এমন ছবি ১৮ বছর পর
- ব্রাজিলের গ্রুপে জার্মানি, আর্জেন্টিনার সঙ্গী স্পেন
- তিন নম্বরের পর পাকিস্তানের সব টেল এন্ডার!
- বারবার ঢেউ সামলানো সম্ভব না: স্বাস্থ্যমন্ত্রী
- বেনজেমার জোড়া গোলে শীর্ষে রিয়াল