ফেইসবুকে পরিচালনা পর্ষদে এলেন ড্রপবক্স প্রধান

ফেইসবুক পরিচালনা পর্ষদে যোগ দিচ্ছেন ড্রপবক্স প্রধান নির্বাহী ড্রু হিউস্টন। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে ফেইসবুক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2020, 03:04 PM
Updated : 4 Feb 2020, 04:17 PM

ড্রু হিউস্টন ২০০৭ সালে সহপাঠী আরাশ ফেরাডাউসির সঙ্গে মিলে প্রতিষ্ঠা করেছিলেন ড্রপবক্স। পাশাপাশি তিনি ফেইসবুকের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের বন্ধুও। এক বিবৃতিতে হিউস্টন জানিয়েছেন, জাকারবার্গ ও বাদবাকি ফেইসবুক বোর্ডের সঙ্গে মিলে ‘সামনের নানাবিধ সম্ভাব্যতা ও চ্যালেঞ্জ’ মোকাবেলা করতে প্রস্তত তিনি। -- খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র।

এদিকে, ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ বলেছেন, “একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের নেতা হিসেবে বোর্ডে মূল্যবান দৃষ্টিভঙ্গি নিয়ে আসছেন ড্রু। প্রযুক্তি কোন দিকে যাচ্ছে এবং কীভাবে একটি ভালো সেবাদাতা সংস্কৃতি তৈরি করা সম্ভব তা নিয়ে তিনি গভীরভাবে চিন্তা করেন।”

গত এপ্রিলে ফেইসবুক পরিচালনা পর্ষদ থেকে বিদায় নেন নেটফ্লিক্স প্রধান রিড হেস্টিংস। আট বছর প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এর পরই পর্ষদে জায়গা পেয়েছেন হিউস্টন। তবে, হিউস্টন বাদেও পেইপ্যালের মূল বিপণণের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট পেগি আলফ্রডকে পর্ষদে জায়গা করে দিয়েছে ফেইসবুক। প্রাক্তন সদস্য এরসকিন বাওয়েলসের পরিবর্তে এসেছেন তিনি।

হিউস্টন ফেইসবুকের অষ্টম বোর্ড সদস্য বলে উল্লেখ করেছে সিএনবিসি।