করোনাভাইরাস: খাবার সরবরাহে রোবট ‘লিটল পিনাট’

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন এমন ব্যক্তিদের রাখা হয়েছে চীনের হুয়ানঝুর একটি হোটেলে। আর ওই ব্যক্তিদেরকে খাবার সরবরাহ করছে ‘লিটল পিনাট’ নামের রোবট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2020, 11:07 AM
Updated : 31 Jan 2020, 11:07 AM

ভিডিওতে দেখা গেছে খাবার সরবরাহের সময় রোবটটি বলছে “সবাইকে অভিবাদন। কিউট লিটল পিনাট এখন খাবার পরিবেশন করছে।”

“আপনার খাবার উপভোগ করুন। আপনার যদি আরও কিছু প্রয়োজন হয় দয়া করে উইচ্যাটে কর্মীদেরকে জানাবেন।”

১৬ তলা ওই হোটেলটিতে এখন তিনশ’র বেশি ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রতি তলায় রয়েছে একাধিক রোবট-- খবর ইন্ডিপেনডেন্টের।

২৩ জানুয়ারি করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহান লকডাউন করেছে চীনা কর্তৃপক্ষ। ভাইরাস ছড়ানো থামাতে ইতোমধ্যে চীনে ফ্লাইট বন্ধ করেছে বেশ কিছু এয়ারলাইন।

উহান থেকে ইতোমধ্যেই বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যের শত শত নাগরিক দেশে ফেরার পর তাদেরকে দুই সপ্তাহ সেনা ঘাঁটিতে থাকতে বলা হয়েছে।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হানকক বলেন, “যুক্তরাজ্যের নাগরিকদেরকে উহান থেকে ফিরিয়ে আনতে কঠোর পরিশ্রম করা হচ্ছে।

“জনগণের নিরাপত্তা এখন মূল্য প্রাধান্য। উহান ফেরত নাগরিককে নিরাপদে ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে,” যোগ করেন হ্যানকক।

চীনে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা এক দিনেই ১৭০ থেকে বেড়ে হয়েছে ২১৩ জন। নতুন করে দুই হাজার মানুষের দেহে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, কেবল চীনেই আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৭০০ জনে দাঁড়িয়েছে বলে তথ্য দিয়েছে দেশটির ন্যাশনাল হেলথ কমিশন।

আর চীনের মূল ভূখণ্ডের বাইরে আরও ১৮ দেশে অন্তত ৯৮ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণের বিষয়ে নিশ্চিত হয়েছে ডব্লিউএইচও। তবে চীনের বাইরে এ ভাইরাসে কারও মৃত্যুর তথ্য এখন পর্যন্ত আসেনি।