হুয়াওয়ে সিদ্ধান্ত মার্কিন সম্পর্কে প্রভাব ফেলবে না: বরিস জনসন
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jan 2020 08:56 PM BdST Updated: 29 Jan 2020 08:56 PM BdST
-
ছবি- রয়টার্স
হুয়াওয়ের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, নাগরিকরা যাতে সবচেয়ে ভালো প্রযুক্তি পায় সেটি তিনি নিশ্চিত করতে চেয়েছেন। দেশটির ৫জি নেটওয়ার্কে হুয়াওয়ের সীমিত ভূমিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলবে না বলেও জানিয়েছেন তিনি।
“আমি নিশ্চিত করতে চাই এই দেশের নাগরিকরা যাতে সবচেয়ে ভালো প্রযুক্তি ব্যবহার করতে পারেন, এটি খুবই গুরুত্বপূর্ণ,” বলেন জনসন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, “পাশাপাশি আমরা এমন কিছুই করি না যাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হয়, আমাদের জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্থ হয় বা পাঁচ নিরাপত্তা অংশীদার দেশের সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্থ হয়।”-- খবর বার্তাসংস্থা রয়টার্সের।
মঙ্গলবারই যুক্তরাজ্যের ৫জি মোবাইল নেটওয়ার্কে সীমিত ভূমিকায় হুয়াওয়েকে অনুমোদন দেওয়ার ঘোষণা দিয়েছেন জনসন।
এমন সিদ্ধান্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ক খারাপ হতে পারে বলে শঙ্কা রয়েছে। হুয়াওয়ের যন্ত্রাংশের মাধ্যমে চীনা সরকার পশ্চিমা দেশগুলোর ওপর গুপ্তচরবৃত্তি চালাতে পারে বলে দাবি যুক্তরাষ্ট্রের। এ কারণেই ৫জি নেটওয়ার্ক থেকে হুয়াওয়েকে বাদ দিতে যুক্তরাজ্যসহ অন্যান্য দেশকে চাপ দিয়ে আসছিলো ট্রাম্প প্রশাসন।
যুক্তরাজ্যের পক্ষ থেকে সরাসরি হুয়াওয়ের নাম উল্লেখ করা না হলেও দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, জটিল নেটওয়ার্ক এবং পরমাণু ও সেনা ঘাঁটির মতো সংবেদনশীল এলাকাগুলো থেকে “উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে” বাদ দেওয়া হবে।
ব্রেক্সিটের পর বৈদেশিক নীতিমালা নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বড় পরীক্ষা বিষয়ে জনসন বলেন, সংবেদনশীল মূল নেটওয়ার্কে “উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে” বাদ দেওয়া হবে এবং সংবেদনশীল নয় এমন নেটওয়ার্কে এই প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ থাকবে ৩৫ শতাংশ ।
-
শেষ হলো চতুর্দশ বিডিনগ সম্মেলন ও কর্মশালা
-
স্মার্টওয়াচে ‘ফ্যাক্টরি রিসেট’ করবেন যেভাবে
-
চাকরির সাক্ষাৎকারে প্রতারণার কৌশল ‘ডিপফেইক’
-
আসছে ‘রাসবেরি পাই পিকো’র ওয়াই-ফাই সংস্করণ
-
মরণোত্তর ‘মেডাল অফ ফ্রিডম’ পাচ্ছেন স্টিভ জবস
-
ফেইসবুক পাসওয়ার্ড চুরি করছে ‘মেসেঞ্জার চ্যাটবট’
-
জুলাইয়ে আসবে হেলো ইনফিনিট-এর ‘কো-অপ মোড’
-
মামলা নিষ্পত্তিতে অ্যাপ নির্মাতাদের জরিমানা দেবে গুগল
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- ভারতের ভ্রমণ ভিসায় ৩ মাস পূর্ণ না হলে ফেরত পাঠানোর অভিযোগ
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)