ফের ফেইসবুকে বিভ্রাট উত্তর আটলান্টিক-এশিয়ায়

রোববার মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপ ও এশিয়ার বিভিন্ন অঞ্চলে বড় ধরনের বিভ্রাটের শিকার হয়েছে ফেইসবুক। নিউজ ফিড এবং নোটিফিকেশন পাচ্ছেন না এসব অঞ্চলের গ্রাহকরা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2020, 10:21 AM
Updated : 26 Jan 2020, 10:21 AM

ইন্টারনেট ট্র্যাকিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের পক্ষ থেকে বলা হয়, চার হাজারের বেশি গ্রাহকের কাছ থেকে অভিযোগ এসেছে- সামাজিক মাধ্যমটির নিউজ ফিড এবং নোটিফিকেশন ফিচারে সমস্যার কথা জানিয়েছেন তারা- খবর আইএএনএস-এর।

ফেইসবুকের সার্ভার স্ট্যাটাস পেইজে জানানো হয়, “আমরা এখন পুরো প্ল্যাটফর্ম জুড়েই কর্মক্ষমতা হ্রাসের সমস্যা দেখতে পাচ্ছি, ফলে অনুরোধে প্রতিক্রিয়া জানানোর সময় বেশি নিচ্ছে। আমাদের দল বিষয়টি জানে এবং সমাধান আনতে কাজ করছে।”

বিষয়টি নিয়ে টুইটারে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক গ্রাহক। নিউজ ফিড দেখা যাচ্ছে না বলে অভিযোগ করছেন অনেকেই।

এক টুইটার গ্রাহক বলেন, “যখনই ফেইসবুকে বিভ্রাট হয়, আমি সব সময় টুইটারে যাই এটি দেখার জন্য যে সমস্যা শুধু আমার কিনা।”

“আমার সব ফেইসবুক নোটিফিকেশন চলে গেছে। অন্য কেউ কী একই সমস্যায় পড়েছেন?”- বলেন আরেক টুইটার গ্রাহক।

বিভ্রাট এখনও চলছে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি ফেইসবুক।