দ্বিতীয়বারের মতো আসছে ‘স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ’

বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে স্টার্টআপ পিচ প্রতিযোগিতা “স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ ২০২০’। দেশের ‘দারুণ সব উদ্ভাবন ও প্রযুক্তি আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপিত হবে’ আয়োজনটির মধ্য দিয়ে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2020, 06:36 PM
Updated : 25 Jan 2020, 06:36 PM

প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে। পররাষ্ট্র মন্ত্রণালয়, ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসিাসিয়েশন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, আই এফ সি এবং সিলিকন ভ্যালি-ভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান পেগাসাস টেক ভেঞ্চারের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিযোগিতাটি।

বিশ্বের ১০০ টিরও বেশি দেশ প্রায় ২০ জন ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইকুইটি বিনিয়োগকারী বাংলাদেশ ফাইনালে উপস্থিত থাকার মাধ্যমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

৪৬৫টিরও বেশি আঞ্চলিক স্টার্টআপ প্রতিযোগিতার বিজয়ীরা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে। সব আঞ্চলিক প্রতিযোগীরা মে মাসে সান-ফ্রান্সিসকোতে আয়োজিত সেমি ফাইনাল এবং চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে।

সেখানে দশ লাখ ডলার বিনিয়োগ অর্থ পুর্স্কার পেতে লড়বে প্রতিযোগিরা।