টেলিগ্রাম আনলো নতুন ফিচার ‘পোল ২.০’

চ্যাট গ্রুপ ও চ্যানেলে জরিপ চালানোর ফিচার নিয়ে এসেছে মেসেজিং সেবা টেলিগ্রাম। নতুন ফিচারটির নাম দেওয়া হয়েছে পোলস ২.০।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2020, 11:56 AM
Updated : 25 Jan 2020, 11:56 AM

ফিচারটির সাহায্যে মূলত তিন ধরনের জরিপ কড়তে পারবেন ব্যবহারকারীরা। ওই তিন ধরনের জরিপের মধ্যে রয়েছে দৃশ্যমান ভোট বা ভিজিবল ভোটস, বহুনির্বাচনী বা মাল্টিপল অ্যানসার্স ও কুইজ মোড। — খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর।

টেলিগ্রাম প্ল্যাটফর্মের তরফ থেকে বলা হচ্ছে, “শিক্ষার অভিজ্ঞতা বাড়াতে, অনেক অপশনের মধ্য থেকে নিজ মতামত প্রকাশের স্বার্থে ব্যবহারকারীদের হাতে আরও অপশন তুলে দিতেই” নিয়ে আসা হয়েছে ফিচারটি।

“নতুন ফিচারটি ব্যবহারকারীদের মতামত সৃষ্টির অভিজ্ঞতা আরও বাড়াতে, জরিপ তৈরি করতে এবং শিক্ষাভিত্তিক চ্যানেলগুলোকে বহুনির্বাচনী ও কুইজের ভিত্তিতে শেখানোর সুযোগ করে দিতে পারবে।”

বৈশ্বিকভাবে ফিচারটি এরই মধ্যে চলে এসেছে। গ্রুপ বা পোলের অ্যাটাচমেন্ট মেনু থেকে পোল অপশনটি পাওয়া যাবে।

প্রতিদ্বন্দ্বী মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপে এখনও এরকম কোনো ফিচার আসেনি।