ফেইসবুকের বিরুদ্ধে নির্দেশ অমান্যের অভিযোগ ইতালিতে

ফেইসবুকের বিরুদ্ধে নির্দেশ অমান্য করার অভিযোগ এনেছে ইতালি। গ্রাহকের ডেটা নিয়ে প্রতিষ্ঠানের অনুপযুক্ত কার্যক্রমের বিরুদ্ধে পূর্ব নির্দেশ মানা হয়নি বলে দাবি করা হয়েছে অভিযোগে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2020, 10:58 AM
Updated : 24 Jan 2020, 10:58 AM

প্রতিযোগিতাবিষয়ক ইতালির সরকারি এক বিবৃতিতে বলা হয়, আইনি প্রক্রিয়ার কারণে ৫০ লাখ ইউরো পর্যন্ত জরিমানা গুণতে হতে পারে প্রতিষ্ঠানটিকে-- খবর বার্তাসংস্থা রয়টার্সের।

২০১৮ সালে ইতালির বাজার প্রতিযোগিতা পর্যবেক্ষণ সংস্থার পক্ষ থেকে রায় দেওয়া হয়, বাণিজ্যিক কারণে গ্রাহকের ডেটা সংগ্রহ এবং ব্যবহার করার বিষয়টি গ্রাহককে স্পষ্টভাবে জানাচ্ছে না ফেইসবুক।

এ ঘটনায় ৫০ লাখ ইউরো বা প্রায় ৫৬ লাখ ডলার জরিমানা করা হয় সামাজিক মাধ্যম জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটিকে।

সেসময় ফেইসবুককে নির্দেশ দেওয়া হয়েছিলো, ইতালির জন্য সামাজিক মাধ্যমটির ওয়েবসাইটের হোমপেইজ, ফেইসবুক অ্যাপ এবং সব ইতালিয়ান গ্রাহকের ব্যক্তিগত পেইজে সংশোধিত বিবৃতি প্রকাশ করতে হবে।

শুক্রবার দেশটির নীতিনির্ধারকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফেইসবুক এমনটা করেনি।