মাইক্রোসফটের পেন্টাগন চুক্তি আটকানোর চেষ্টায় অ্যামাজন
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jan 2020 06:25 PM BdST Updated: 23 Jan 2020 06:25 PM BdST
-
ছবি- রয়টার্স
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে মাইক্রোসফটের এক হাজার কোটি মার্কিন ডলারের চুক্তি স্থগিত করতে আদালতে আবেদন করেছে অ্যামাজন।
ক্লাউড কম্পিউটিংয়ের এই চুক্তিতে অ্যামাজনের বদলে মাইক্রোসফটকে বেছে নেয় পেন্টাগন। এরপর থেকেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে ই-কমার্স জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি। চুক্তির বিষয়ে অ্যামাজনের বিরোধীতার রায় না হওয়া পর্যন্ত এটি স্থগিত রাখার জন্য আদালতে আবেদন করা হয়েছে-- খবর বার্তাসংস্থা রয়টার্সের।
চুক্তির জন্য প্রথমে অ্যামাজনকেই পছন্দ করা হয়েছিলো বলে দাবি প্রতিষ্ঠানটির। আগের সপ্তাহে অ্যামাজনের পক্ষ থেকে জানানো হয়, পেন্টাগন এবং মাইক্রোসফটের মধ্যে চুক্তির প্রাথমিক কার্যক্রম থামাতে সাময়িক স্থগিতাদেশের আবেদন করা হবে।
‘জয়েন্ট এন্টারপ্রাইজ ডিফেন্স ইনফ্রাস্টাকচার ক্লাউড’ বা জেডাই নামে পরিচিত এই চুক্তির উদ্দেশ্য দূরদূরান্তে সেনাবাহিনীকে আরও ভালোভাবে ডেটা এবং প্রযুক্তির অ্যাকসেস দেওয়া।
বিবৃতিতে অ্যামাজনের ক্লাউড বিভাগ অ্যামাজন ওয়েব সার্ভিসেস-এর পক্ষ থেকে বলা হয়, “যখন কোনো প্রতিবাদ চলছে তখন এটি স্থগিত রাখাটা সাধারণ পদক্ষেপ এবং যাচাই প্রক্রিয়ার অনেক ভুল ও নির্লজ্জ রাজনৈতিক হস্তক্ষেপের কারণে জেডি নিষ্পত্তির সিদ্ধান্ত যে প্রচাবিত হয়েছে তা পর্যালোচনা করা জরুরী।”
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে অ্যামাজন। পেন্টাগনকে ট্রাম্প অবৈধভাবে চাপ দিয়েছেন বলেও দাবি করা হয়েছে।
পক্ষপাতিত্বের এমন দাবি প্রত্যাখ্যান করে প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার বলেন, পেন্টাগন নিরপেক্ষভাবে এবং বাইরের চাপে প্রভাবিত না হয়ে মুক্তভাবেই সিদ্ধান্ত নিয়েছে।
-
মিথ্যাচারের মামলায় ১৫ কোটি ডলার জরিমানা দেবে টুইটার
-
ব্রেক্সিটের ইমেইল ফাঁস করেছে রুশ হ্যাকাররা: গুগল
-
২০ জনপ্রিয় গেইম আনছে সনির ‘প্লেস্টেশন ভিআর২’
-
মেটাভার্সে মানবাধিকার লঙ্ঘন নিয়ে তদন্ত চায় না মেটা
-
মাস্কের অনিশ্চয়তার মধ্যেই বার্ষিক সভা টুইটারের
-
নতুন পিসিতে পুরনো অ্যাপ: পরীক্ষায় মাইক্রোসফট
-
চীনের লকডাউনে পেছালো অ্যাপলের আইফোন উৎপাদন
-
নিজের ফেইসবুক অ্যাকাউন্ট মুছে দেবেন যেভাবে
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- দেখিয়ে দিতে চান আজার
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- ৮ কেজি সোনাসহ বিমানকর্মী আটক