বেজোসের ফোন হ্যাকিংয়ে সৌদি যুবরাজ!
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jan 2020 01:02 PM BdST Updated: 22 Jan 2020 01:27 PM BdST
-
ছবি- রয়টার্স
অ্যামাজন প্রধান জেফ বেজোসের স্মার্টফোন হ্যাকিংয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট জড়িত থাকতে পারে বলে উঠে এসেছে এক তদন্তে। হ্যাকিংয়ের ওই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছিলেন বেজোস।
এ ঘটনায় বেজোসের স্মার্টফোনের কিছু ক্ষুদে বার্তা ট্যাবলয়েড ন্যাশনাল এনকোয়েরার হাতে পেয়ে তা প্রকাশ করে। বার্তাগুলো বান্ধবী লরেন সানচেজকে পাঠিয়েছিলেন বেজোস। সে সময় ২৫ বছরের সংসার জীবনের ইতি টানার কথা বলে আসছিলেন জেফ এবং ম্যাকেঞ্জি বেজোস।
হ্যাকিংয়ে সৌদি যুবরাজের হোয়াটঅ্যাপ অ্যাকাউন্ট জড়িত থাকার বিষয়টিকে টুইটারে “অবাস্তব” বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রে সৌদি দূতাবাস। এমন দাবির কারণে তদন্তে আহ্বানও জানিয়েছে সৌদি দূতাবাস।
মঙ্গলবার ফিনান্সিয়াল টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, লস অ্যাঞ্জেলেসে নৈশভোজের সময় ফোন নাম্বার আদান প্রদান করেন বেজোস এবং সালমান। এরপর সালমানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও ফাইল আসে বেজোসের ফোনে। ওই লিংকের বিষয়ে “মাঝারি থেকে উচ্চমাত্রার আত্মবিশ্বাসী” বলে জানিয়েছেন গবেষকরা।
তদন্ত প্রতিবেদনে নেতৃত্ব দিয়েছে এফটিআই কনসালটিং। আগের বছর মার্চ মাসে বেজোসের নিরাপত্তা প্রধান গ্যাভিন ডি বেকার বলেন প্রতিষ্ঠানের তদন্তকারীরা মনে করেন বেজোসের ফোনের সৌদি আরবের অ্যাকসেস রয়েছে। এমন দাবির প্রায় এক বছর পর দেওয়া হলো নতুন তদন্ত প্রতিবেদন।
প্রভাবশালী মার্কিন দৈনিক ওয়াশিংন পোস্টের মালিকানা রয়েছে বিশ্বের শীর্ষ ধনী বেজোসের। ২০১৮ সালের অক্টোবরে তুরস্কের সৌদি দূতাবাসের মধ্যে সৌদি প্রতিনিধিদের হাতে খুন হন খাশুগজি, যিনি ওয়াশিংটন পোস্টে সৌদি রাজনৈতিক বিষয় নিয়ে নিয়মিত কলাম লিখতেন এবং মোহাম্মদ বিন সালমানের তীব্র সমালোচক ছিলেন ।
-
নতুন পিসিতে পুরনো অ্যাপ: পরীক্ষায় মাইক্রোসফট
-
চীনের লকডাউনে পেছালো অ্যাপলের আইফোন উৎপাদন
-
নিজের ফেইসবুক অ্যাকাউন্ট মুছে দেবেন যেভাবে
-
গোলকধাঁধা থেকেও পালাতে পারে ‘পাস্তা রোবট’
-
ক্রিপ্টো ধসে বিপাকে ইউক্রেইন সরকার
-
স্ট্রিমারদের জন্য নতুন গ্রাহক সেবা আনছে টিকটক
-
শক্তি ব্যবহার কমাতে ‘লিকুইড কুলিং’য়ে যাচ্ছে এনভিডিয়া
-
অবশেষে কেমব্রিজ অ্যানালিটিকায় অভিযুক্ত জাকারবার্গ
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- সাক্কুকে কি ‘চ্যালেঞ্জের মুখে’ ফেললেন নিজাম