স্যামসাংয়ের নতুন ফোল্ডএবল আসছে ৮৬০ ডলারে?

মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে ১১ ফেব্রুয়ারির উন্মোচন ইভেন্টে আরেকটি ফোল্ডএবল স্মার্টফোন গ্যালাক্সি জেড ফ্লিপ উন্মোচন করতে পারে স্যামসাং। নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে ডিভাইসটির বাজার মূল্য হবে ৮৬০ থেকে ১২৯৫ মার্কিন ডলারের মধ্যে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2020, 07:22 AM
Updated : 20 Jan 2020, 07:22 AM

নতুন ফোল্ডএবল গ্যালাক্সি ডিভাইসটির সম্ভাব্য দাম বাজারের অন্যান্য ফোল্ডএবল স্মার্টফোনের চেয়ে অনেক কম। পুরানো স্ন্যাপড্রাগন ৭১০ প্রসেসরের ফোল্ডএবল মোটোরলা রেজরের দাম ১৫০০ মার্কিন ডলার। আর স্যামসাং গ্যালাক্সি ফোল্ড এক্স-এর দাম প্রায় ২০০০ ডলার।

স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি জেড ফ্লিপে ব্যবহার করা হতে পারে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর-- খবর আইএএনএস-এর।

সম্প্রতি চীনের ৩সি সনদ ডেটাবেইসে উঠেছে স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফ্লিপ। ডিভাইসটিতে দেওয়া হতে পারে ১৫ ওয়াটের চার্জার।

স্যামসাংয়ের নতুন ফোল্ডএবল স্মার্টফোনে থাকতে পারে ৬.৭ ইঞ্চি লম্বা পর্দা। পর্দার মাঝ বরাবর ভাঁজ করা যাবে এই পর্দাটি।

ডিভাইসটির পেছনে ডুয়াল ক্যামেরার পাশাপাশি সামনে ১০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রাখতে পারে স্যামসাং।

ধারণা করা হচ্ছে, ৮কে রেজুলিউশানের ভিডিও ধারণ করতে পারবে ডিভাইসটি। দক্ষিণ কোরিয়ার বাজারে ফোনটির ৫জি সংস্করণ আনতে পারে প্রতিষ্ঠানটি।

স্মার্টফোনের সঠিক তথ্য ফাঁসে পরিচিত আইস ইউনিভার্স আগেই দাবি করেছেন নতুন এই ফোল্ডএবল ডিভাইসটিতে প্লাস্টিকের বদলে পাতলা কাঁচের ডিসপ্লে ব্যবহার করবে স্যামসাং।

‘আলট্রা থিন গ্লাস’ বা ইউটিজি’র জন্য ইতোমধ্যে ইউরোপে ট্রেডমার্ক আবেদন করেছে প্রতিষ্ঠানটি।