নতুন আইফোনে থাকতে পারে ছয় জিবি র‍্যাম

চলতি বছর চারটি নতুন আইফোন বাজারে আনতে পারে অ্যাপল। এর মধ্যে হাই-এন্ড দু’টি মডেলে ছয় গিগাবাইট র‍্যাম রাখতে পারে প্রতিষ্ঠানটি। অন্য দু’টি মডেলে থাকতে পারে চার গিগাবাইট র‍্যাম।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2020, 06:26 PM
Updated : 16 Jan 2020, 06:26 PM

বিশ্লেষণা প্রতিষ্ঠান ইউবিএস-এর বিশ্লেষক তিমোথি আর্চুরি এবং মুনজাল শাহ’র প্রতিবেদনে নতুন চার আইফোনের র‍্যামের পাশাপাশি ক্যামেরার তথ্যও জানানো হয়েছে। বিশ্লেষকদের অনুমান ৫.৪ ইঞ্চি আইফোনে ডুয়াল ক্যামেরার সঙ্গে থাকবে চার গিগাবাইট র‍্যাম। আর ৬ ইঞ্চির লো-এন্ড আইফোনেও থাকবে ডুয়াল ক্যামেরা এবং চার গিগাবাইট র‍্যাম।

অন্যদিকে ৬ ইঞ্চি হাই-এন্ড আইফোনে রাখা হতে পারে ছয় গিগাবাইট র‍্যামের সঙ্গে ট্রিপল ক্যামেরা। এর মধ্যে একটি ৩ডি সেন্সিং ক্যামেরা লেন্স রাখতে পারে অ্যাপল। ৬.৭ ইঞ্চি আইফোন মডেলেও দেখা যেতে পারে একই কনফিগারেশন-- খবর আইএএনএস-এর।

এ বছরই অপেক্ষাকৃত সস্তা আইফোন এসই ২ আনারও পরিকল্পনা করছে অ্যাপল। ফেব্রুয়ারিতে এই আইফোনের উৎপাদন শুরু করতে পারে প্রতিষ্ঠানটি।

আইফোন ১১-এর এ১৩ চিপ ব্যবহার করা হতে পারে আইফোন এসই ২-তে। ডিভাইসটিতে রাখা হতে পারে তিন গিগাবাইট র‍্যাম। ৩৯৯ মার্কিন ডলার থেকে এর বাজার মূল্য শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।