চীনে নকশা ও গবেষণা কেন্দ্র খুলবে টেসলা

চীনা-ধাঁচের গাড়ি বানাতে চীনে নকশা ও গবেষণা কেন্দ্র খোলার পরিকল্পনা করছে টেসলা, এমনটাই দেখা গেছে প্রতিষ্ঠানের উইচ্যাট অ্যাকাউন্টে দেওয়া এক নিয়োগ বিজ্ঞপ্তিতে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2020, 02:35 PM
Updated : 16 Jan 2020, 02:35 PM

লক্ষ্য বাস্তবায়নে নকশাকারী এবং অন্যান্য কর্মী নিয়োগের জন্য বুধবার এই বিজ্ঞপ্তি দিয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি। নতুন এই সেন্টারের জন্য নির্দিষ্ট কোনো স্থানের কথা জানায়নি টেসলা-- খবর বার্তাসংস্থা রয়টার্সের।

নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়, “‘চীনে তৈরি’ থেকে ‘চীনে নকশা করা’ এই পরিবর্তন আনতে টেসলা প্রধান ইলন মাস্ক দারুণ একটি প্রস্তাব দিয়েছেন-- চীনে একটি নকশা ও গবেষণা কেন্দ্র খোলার।”

কবে নাগাদ নতুন এই সেন্টারটির কাজ শুরু হবে তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে টেসলার প্রথম কারখানা এখন চীনের শাংহাইতে। চলতি মাসেই এই কারখানায় উৎপাদিত মডেল ৩ গাড়ির সরবরাহ শুরু করেছে প্রতিষ্ঠানটি।

আগের সপ্তাহেই দুইশ’ কোটি মার্কিন ডলারের এই কারখানাতে মডেল ওয়াই এসইউভি গাড়ির প্রকল্প চালু করেছেন মাস্ক।

একই সপ্তাহে টেসলার বাজার মূল্য দাঁড়িয়েছে আট হাজার ৯০০ কোটি মার্কিন ডলারে, যা জেনারেল মোটর্স এবং ফোর্ডের সমন্বিত বাজার মূল্যের চেয়েও বেশি।