ফেইসবুকে অপপ্রচারের অভিযোগ, একজন গ্রেপ্তার

ফেইসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2020, 01:35 PM
Updated : 15 Jan 2020, 01:35 PM

রাজধানীর মগবাজারে অভিযান চালিয়ে ইমতিয়াজ উদ্দিন শুভ (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। ‘সোমবার ১৩ জানুয়ারি সন্ধ্যা ৫.৩৫ মিনিটে মগবাজার ক্যাফে ডি-তাজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়’- জানিয়েছেন সাইবার সিকিউরিটি ক্রাইম বিভাগের সহকারি পুলিশ কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপ।

“বেশ কিছুদিন যাবত কে বা কারা এসিআই মোটর্স’-এর নির্বাহী পরিচালকের নামে ভুয়া ফেইসবুক আইডি খুলে মিথ্যা রাজনৈতিক ও এসিআই মটরস-এর বিপক্ষে অপপ্রচার চালাচ্ছিল। এ ঘটনায় ১২ জানুয়ারি, ২০২০ তারিখে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। ওই মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।” – বলেন সহকারি পুলিশ কমিশনার।

গ্রেপ্তারের সময় অভিযুক্তের মোবাইল ফোনে ওই ফেইক আইডিটি ‘লগড-ইন’ অবস্থায় পাওয়া গেছে বলেও উল্লেখ করেছেন তিনি।