পথচারীদের সঙ্গে কথা বলবে টেসলা গাড়ি 

ভবিষ্যতে পথচারীদের সঙ্গে কথা বলবে টেসলা গাড়ি। ওই ফিচারের সাহায্যে প্রয়োজনে পথচারীদের গাড়িতে চড়তে এবং রাস্তা ছাড়তে বলতে পারবে গাড়ি। অন্তত সেদিকেই ইঙ্গিত দিয়েছেন টেসলা প্রধান ইলন মাস্ক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2020, 01:41 PM
Updated : 13 Jan 2020, 01:41 PM

টুইটারে বিষয়টি জানিয়ে এক ভিডিও শেয়ার করেছেন মাস্ক। ওই ভিডিওতে টেসলা গাড়িকে পথচারীদের সঙ্গে কথা বলতে দেখা গেছে। মাস্ক জানিয়েছেন, বিদ্যুত চালিত গাড়িতে শীঘ্রই আসতে পারে ফিচারটি। -- খবর গালফ নিউজের।

“সামনে থেকে আপনি চাইলে মানুষের সঙ্গে কথা বলবে টেসলা। এটি আসলেই সত্যি।”- টুইটে লিখেছেন টেসলা প্রধান। ওই টুইটে জুড়ে দেওয়া ভিডিওটিতে দেখা গেছে, মানুষের পাশ দিযে যাওয়ার সময় টেসলা গাড়ি বলে উঠছে, “ওভাবে দাঁড়িয়ে থাকলে হবে? গাড়িতে চড়ো।”

ফিচারটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করা হবে কিনা তা এখনও জানা যায়নি। হতে পারে শুধু রেকর্ডিং বাজিয়েই শেষ হয়ে যাবে ফিচারটির কাজ, আবার হয়তো মিলতে পারে এআই প্রযুক্তির দেখা। তবে, উবার বা অন্যান্য রাইড শেয়ারিং সেবা দিয়ে থাকেন এমন টেসলা মালিকরা ফিচারটির কারণে গ্রাহকদের কাছে জনপ্রিয় হয়ে উঠবেন। - মন্তব্য করেছে গালফ নিউজ।

একের পর এক ফিচার টেসলাতে নিয়ে আসছেন টেসলা প্রধান ইলন মাস্ক। কিছুদিন আগেই মাস্ক জানিয়েছেন, সামনেই টেসলা গাড়িতে আসছে ডিজনি প্লাস সেবা। ফার্মওয়্যার আপডেটের মাধ্যমে টেসলা থিয়েটারে নিয়ে আসা হবে সেবাটি।