ত্রুটি বের করতে পারলে গাড়ি দেবে টেসলা

মডেল ৩ গাড়ির ব্যবস্থায় ত্রুটি ধরতে হ্যাকারদেরকে আবারও চ্যালেঞ্জ দিয়েছে টেসলা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2020, 08:22 AM
Updated : 12 Jan 2020, 08:22 AM

মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্যাঙ্কুভারে মার্চ মাসে হ্যাকারদের জন্য বার্ষিক প্রতিযোগিতা "Pwn20wn" আয়োজন করবে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি।

গাড়ির ত্রুটি বের করতে পারলে বিজয়ীদেরকে কয়েকটি মডেল ৩ গাড়ি এবং ১০ লাখ মার্কিন ডলার পুরস্কার দেবে টেসলা-- খবর আইএএনএস-এর।

আগের বছরই মার্চ মাসে হ্যাকিংয়ের মাধ্যমে টেসলার ব্যবস্থায় প্রবেশ করতে পারায় এক দল হ্যাকারকে একটি টেসলা মডেল ৩ এবং ৩৫ হাজার মার্কিন ডলার পুরস্কার দিয়েছে প্রতিষ্ঠানটি।

হ্যাকিং প্রতিযোগিতা চলাকালীন গাড়ির ব্যবস্থায় একটি দুর্বলতা বের করেছে আমাত কামা এবং রিচার্ড ঝু’র ‘ফ্লুরোঅ্যাকটেট’ নামের দলটি।

টেসলার পক্ষ থেকে বলা হয়,  হ্যাকিং ইভেন্টের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাগুলো পরীক্ষা করা হয় এবং এগুলো আরও উন্নত করা সম্ভব হয়।

এর আগে হ্যাকাররা এমনটাও দেখিয়েছে যে তারা টেসলার মডেল এস গাড়িতে হ্যাকিং চালিয়ে গাড়িকে ভুল লেইনে নিয়ে যেতে পারে। এই হামলাকে বলা হয় ‘অ্যাডভারসারিয়াল অ্যাটাক’। মেশিন লার্নিং মডেলকে প্রভাবিত করা হয় এই হামলার মাধ্যমে।