মূলধারার অ্যাপল মিউজিক অ্যাপ থেকে ক্লাসিকাল ঘরানার এই মিউজিক অ্যাপ একেবারেই আলাদা।
২০২০ সালের প্রথম প্রান্তিকেই চালু হওয়ার কথা রয়েছে আশ্রয়কেন্দ্রটি। অলাভজনক প্রতিষ্ঠান মেরি’স প্লেইসের সঙ্গে দীর্ঘকালীন অংশীদারিত্বের মাধ্যমেই এই পদক্ষেপ নিয়েছে অ্যামাজন-- খবর আইএএনএস-এর।
আশ্রয়কেন্দ্রটিতে পরিবারের জন্য থাকবে আলাদা, ব্যক্তিগত কক্ষ। প্রতি রাতে এতে জায়গা হবে ২৭৫ জনের। পোষ্য প্রাণীও সঙ্গে আনতে পারবেন পরিবারের সদস্যরা।
বড় রান্নাঘরের মাধ্যমে প্রতি বছর ছয় লাখ ইউনিট খাবার পরিবেশনের আশা করছে অ্যামাজন।
আবাসন সমস্যার সমাধানে একই ধরনের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে ফেইসবুক এবং মাইক্রোসফটেরও। তবে সদরদপ্তরের মধ্যেই আশ্রয়কেন্দ্র চালু করার বিষয়টি ব্যতিক্রমী তো বটেই।
গৃহহীন মানুষকে সহায়তা এবং নিম্নবিত্ত সমাজে প্রাথমিক শিক্ষা দিতে ২০১৮ সালের সেপ্টেম্বরে ২০০ কোটি মার্কিন ডলার খরচ করার অঙ্গীকার করেছিলেন অ্যামাজন প্রধান জেফ বেজোস।