ব্রাজিলে জরিমানা গুণতে হচ্ছে ফেইসবুককে

অবৈধভাবে গ্রাহকের ডেটা শেয়ার করায় ফেইসবুককে ১৬ লাখ মার্কিন ডলার জরিমানা করেছে ব্রাজিলের বিচার মন্ত্রণালয়।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2019, 05:14 PM
Updated : 31 Dec 2019, 05:14 PM

মন্ত্রণালয়ের ভোক্তা সুরক্ষা বিভাগের পক্ষ থেকে বলা হয়, ‘দিসইসইওরডিজিটাললাইফ’ নামের অ্যাপের জন্য ডেভেলপারদেরকে চার লাখ ৪৩ হাজার গ্রাহকের তথ্য দিয়েছে ফেইসবুক-- খবর বার্তাসংস্থা রয়টার্সের। 

গ্রাহকের এই তথ্য ‘বিতর্কিত’ উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে।

অন্যদিকে এক ইমেইল বিবৃতিতে ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, এই বিষয়ে আইনি পদক্ষেপগুলো বিবেচনা করে দেখা হচ্ছে।

“গ্রাহকের গোপনীয়তা রক্ষাই আমাদের লক্ষ্য। অ্যাপ ডেভেলপারদের ডেটা অ্যাকসেস সীমিত করা হয়েছে,”-- বলেছে ফেইসবুক।

ব্রাজিলের বিচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, ডিফল্ট প্রাইভেসি সেটিংসের বিষয়ে সামাজিক মাধ্যমটি গ্রাহককে যথাযথ তথ্য দিতে ব্যর্থ হয়েছে, বিশেষ করে ‘বন্ধু’ এবং ‘বন্ধুর বন্ধুদের’ সঙ্গে যে ডেটা রয়েছে সেগুলোর বিষয়ে।

২০১৮ সালের কেমব্রিজ অ্যানালিটিকা তথ্য কেলেঙ্কারির ঘটনা সামনে আসার পরই ব্রাজিল সরকার তদন্ত শুরু করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

১০ দিনের মধ্যে ব্রাজিলের এই সিদ্ধান্তে আপিল করতে পারবে ফেইসবুক। জরিমানা পরিশোধ করতে হবে ৩০ দিনের মধ্যে।