ফোনে ‘বিস্তারযোগ্য’ পর্দার পেটেন্ট চাইলো স্যামসাং

স্মার্টফোনের বিস্তারযোগ্য পর্দার জন্য পেটেন্ট আবেদন করেছে স্যামসাং। ডিভাইস ব্যবহারের সময় বাড়তি পর্দার প্রয়োজন হলে এই প্রযুক্তির মাধ্যমে পর্দা বাড়িয়ে নিতে পারবেন গ্রাহক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2019, 10:27 AM
Updated : 31 Dec 2019, 10:27 AM

নতুন এই পেটেন্টে দেখা গেছে, ডিভাইসের পেছনে লাগানো মুভএবল প্লেটের মাধ্যমে প্রয়োজন মতো পর্দার মাপ বাড়াতে বা কমাতে পারবেন গ্রাহক-- খবর আইএএনএস-এর।

প্রতিবেদনে আরও বলা হয়, পেটেন্ট করা প্রযুক্তিতে একটি সেন্সরও ব্যবহার করা হবে যা গ্রাহকের টাচ ইনপুট শনাক্ত করে পর্দার মাপ কতোটা বাড়াতে বা কমাতে হবে তা রিয়েল টাইমে গণনা করে নিতে পারবে।

স্মার্টফোনের পর্দার ক্ষেত্রে এমন পেটেন্ট আবেদন এবারই প্রথম নয়। এর আগে একই ধরনের ‘বিস্তারযোগ্য’ পর্দার পেটেন্ট করেছে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান শাওমি।

নতুন পর্দা প্রযুক্তির পাশাপাশি পাঁচটি পপ-আপ ক্যামেরাসহ একটি ফোল্ডএবল স্মার্টফোনেরও পেটেন্ট করেছে স্যামসাং। ফোল্ডএবল এই স্মার্টফোনটি ভাঁজ হবে বাইরের দিকে। গ্রাহক ডিভাইসটি কীভাবে ধরছেন তার ওপর ভিত্তি করে পাঁচটি পপ-আপ ক্যামেরা সামনের বা পেছনের ক্যামেরা হিসেবে কাজ করবে।